Donald Trump Calls Narendra Modi: মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফোন ট্রাম্পের, সংঘাত মেটানোর চেষ্টা মার্কিন প্রেসিডেন্টের?

Last Updated:

ত কয়েক দিন ধরেই ভারতের প্রতি ফের কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের৷
ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এ দিন সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই একথা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷ শুধু তাই নয়, ভারত-মার্কিন সম্পর্ক আরও নিবিড় করার উপরেও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷ ইউক্রেনে শান্তি ফেরাতে যে উদ্যোগ মার্কিন প্রেসিডেন্ট নিয়েছেন, ভারত তাকেও সমর্থন করে বলে জানিয়েছেন মোদি৷
ভারতীয় পণ্যের উপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫০ শতাংশ শুল্ক চাপানোর পর থেকেই দু দেশের সম্পর্কে ফাটল ধরেছিল৷ ভারত-আমেরিকা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভবিষ্যৎ কী দাঁড়াবে তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়৷ তারও আগে ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির যে কৃতিত্ব ট্রাম্প নিতে চেয়েছিলেন, তাও অস্বীকার করেছিল নয়াদিল্লি৷ বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রী মোদি এবং দিল্লির অনড় মনোভাবেই ক্ষুব্ধ হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ বুধবার, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদির ৭৫ তম জন্মদিন৷
advertisement
সমাজমাধ্যমে মোদি লেখেন, ‘আমার ৭৫ তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে ফোন করার জন্য ধন্যবাদ আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প৷ ভারত-মার্কিন  সম্পর্ককে আরও সর্বাত্মক এবং বিশ্ব স্তরে এই সম্পর্কে নতুন উচ্চতায় পৌঁছে দিতে আমি দায়বদ্ধ৷ ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনি যে উদ্যোগ নিয়েছেন, তাকেও আমরা পুরোপুরি সমর্থন করি৷’
advertisement
advertisement
ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়ার থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে মদত করছে ভারত৷ এই যুক্তি দেখিয়েই ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ যদিও ভারতের সঙ্গে সংঘাতের পথে হাঁটার জন্য দেশের মধ্যেই সমালোচিত হতে শুরু করেন তিনি৷
গত কয়েক দিন ধরেই ভারতের প্রতি ফের কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ আলোচনার মাধ্যমে দু দেশের মধ্যে যাবতীয় মতপার্থক্য মিটিয়ে ফেলা যাবে বলেও আশাপ্রকাশ করেন তিনি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে যে চিড় ধরেছে, ট্রাম্প তা মেরামতির চেষ্টা করলেন বলেই মনে করা হচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Donald Trump Calls Narendra Modi: মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফোন ট্রাম্পের, সংঘাত মেটানোর চেষ্টা মার্কিন প্রেসিডেন্টের?
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement