Donald Trump Calls Narendra Modi: মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফোন ট্রাম্পের, সংঘাত মেটানোর চেষ্টা মার্কিন প্রেসিডেন্টের?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ত কয়েক দিন ধরেই ভারতের প্রতি ফের কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷
ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এ দিন সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই একথা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷ শুধু তাই নয়, ভারত-মার্কিন সম্পর্ক আরও নিবিড় করার উপরেও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷ ইউক্রেনে শান্তি ফেরাতে যে উদ্যোগ মার্কিন প্রেসিডেন্ট নিয়েছেন, ভারত তাকেও সমর্থন করে বলে জানিয়েছেন মোদি৷
ভারতীয় পণ্যের উপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫০ শতাংশ শুল্ক চাপানোর পর থেকেই দু দেশের সম্পর্কে ফাটল ধরেছিল৷ ভারত-আমেরিকা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভবিষ্যৎ কী দাঁড়াবে তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়৷ তারও আগে ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির যে কৃতিত্ব ট্রাম্প নিতে চেয়েছিলেন, তাও অস্বীকার করেছিল নয়াদিল্লি৷ বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রী মোদি এবং দিল্লির অনড় মনোভাবেই ক্ষুব্ধ হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ বুধবার, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদির ৭৫ তম জন্মদিন৷
advertisement
সমাজমাধ্যমে মোদি লেখেন, ‘আমার ৭৫ তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে ফোন করার জন্য ধন্যবাদ আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প৷ ভারত-মার্কিন সম্পর্ককে আরও সর্বাত্মক এবং বিশ্ব স্তরে এই সম্পর্কে নতুন উচ্চতায় পৌঁছে দিতে আমি দায়বদ্ধ৷ ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনি যে উদ্যোগ নিয়েছেন, তাকেও আমরা পুরোপুরি সমর্থন করি৷’
advertisement
Thank you, my friend, President Trump, for your phone call and warm greetings on my 75th birthday. Like you, I am also fully committed to taking the India-US Comprehensive and Global Partnership to new heights. We support your initiatives towards a peaceful resolution of the…
— Narendra Modi (@narendramodi) September 16, 2025
advertisement
ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়ার থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে মদত করছে ভারত৷ এই যুক্তি দেখিয়েই ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ যদিও ভারতের সঙ্গে সংঘাতের পথে হাঁটার জন্য দেশের মধ্যেই সমালোচিত হতে শুরু করেন তিনি৷
গত কয়েক দিন ধরেই ভারতের প্রতি ফের কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ আলোচনার মাধ্যমে দু দেশের মধ্যে যাবতীয় মতপার্থক্য মিটিয়ে ফেলা যাবে বলেও আশাপ্রকাশ করেন তিনি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে যে চিড় ধরেছে, ট্রাম্প তা মেরামতির চেষ্টা করলেন বলেই মনে করা হচ্ছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 16, 2025 11:31 PM IST