বাস্তবের 'দশভুজা'! শালপাতা বোনা থেকে প্রতিমা গড়া, সংসার চালাতে যেভাবে স্বামীকে সাহায্য করেন 'এই' গৃহবধূ
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
কখনও স্বামীর সঙ্গে প্রতিমা তৈরি করে আবার অবসরে শালপাতা বুনে সংসার চালান রক্তমাংসের এই দুর্গা, দেবীর বোধনের আগে জানুন তার কাহিনী।
নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: প্রতিদিনই বেঁচে থাকার জন্য লড়াই করছেন প্রত্যেকে। সামান্য ছোট ছোট জীব থেকে বুদ্ধিজীবী মানুষ, সকলেই অস্তিত্বের জন্য সংগ্রাম করে। তবে, সংসার-পরিবার সামলে রক্ত মাংসে গড়া এই ‘দুর্গার’ জীবন কাহিনী অবাক করবে আপনাকে। পরিবারে নুন আনতে পান্তা ফুরোয়। সামান্য মধ্যবিত্ত পরিবারে সংসার চালাতে তাকেও ধরতে হয়েছে হাল। বাড়িতে সব কাজ সামলে পাতা সেলাই করে রোজগার করছেন এই দুর্গা। দেবীর আগমনের আগে প্রত্যন্ত গ্রামের এই দুর্গার জীবন সংগ্রাম অবাক করবে আপনাকে। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে স্বামীর সঙ্গে প্রতিমা তৈরিতেও হাত লাগাতে হয় তাকে।
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের প্রত্যন্ত এক গ্রাম নারমার বাসিন্দা গৃহবধূ প্রভাতী মাইতি। বেশ কয়েক বছর ধরেই তিনি শাল পাতা সেলাই করে সংসার চালাচ্ছেন। স্বামীর উপার্জনের পাশাপাশি, বাড়ির অন্যান্য কাজের অবসরে তার এই শাল পাতা সেলাই করে যে টাকা রোজগার হয়, তা দিয়ে স্বামীর পাশে দাঁড়িয়েছেন তিনি। তবে পুজোর সময়ে স্বামীর সঙ্গে হাত লাগিয়ে তিনি তৈরি করেন বিভিন্ন ধরনের প্রতিমা। কাঠামো বাঁধা থেকে মাটি দেওয়া এমনকি রঙেতেও স্বামীকে সহযোগিতা করেন প্রভাতী।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে থেকে সামান্য রোজগারে চলত না সংসার। এরপর সংসারের সব কাজ সামলে, শুরু করেন শালপাতা সেলাই করার কাজ। তবে বর্তমানে এই শালপাতা সেলাই করে তার রোজগার হচ্ছে প্রায় ছয় থেকে সাত হাজার টাকা। শুধু তাই নয়, স্বামীর সঙ্গে প্রতিমা তৈরিতেও সাহায্য করেন তিনি। প্রতিদিন সম্মানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্বামীর সঙ্গে কাজ করেন এই রক্তমাংসের দুর্গা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্বামী ও স্ত্রীর কষ্টার্জিত অর্থে চলে সংসারের খরচ। বর্তমান দিনে প্রত্যন্ত গ্রামে থেকেও অবসর সময়কে কাজে লাগিয়ে বেশ কয়েক হাজার টাকা রোজগার করছেন এই গৃহবধূ। বিভিন্ন পুজোর আগে প্রতিমা বানিয়ে মিলছে রোজগার। স্বাভাবিকভাবে এই গৃহবধুর ভাবনা এবং উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 17, 2025 7:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাস্তবের 'দশভুজা'! শালপাতা বোনা থেকে প্রতিমা গড়া, সংসার চালাতে যেভাবে স্বামীকে সাহায্য করেন 'এই' গৃহবধূ