Durga Puja 2024: ঠিক হল দুর্গাপুজোর কার্নিভালের দিন! দর্শকদের স্রোত সামলাতে উদ্যোক্তা ও প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Durga Puja 2024:ঠিক হয়ে গিয়েছে পুজো কার্নিভালের দিনক্ষণ। পুজোর পর শহরবাসীকে আরও একবার উৎসবে মাতিয়ে তুলতে সবরকম ব্যবস্থা করা হচ্ছে
নয়ন ঘোষ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : দুর্গাপুজোর বাকি রয়েছে আর মাত্র কয়েকটা দিন। সপ্তাহ ঘুরলেই উৎসবে মেতে উঠবে আমবাঙালি। চরম পর্যায়ে প্রস্তুতি প্রত্যেকটি মণ্ডপে। দর্শকদের ঢল নামার আগেই সবরকম প্রস্তুতি সেরে রাখতে চাইছেন পুজো উদ্যোক্তারা। জেলায় দুর্গাপুজোকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে। আসানসোল থেকে দুর্গাপুর, সব জায়গাতেই একই ছবি।
পুজো উদ্যোক্তারা চরম ব্যস্ত। একই সঙ্গে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক স্তরেও। দুর্গাপুরে দুর্গাপুজোর আয়োজনে যেমন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, তেমনভাবেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পুজো কার্নিভালের জন্য। ইতিমধ্যেই দুর্গাপুজোর কার্নিভালকে কেন্দ্র করে জেলা প্রশাসনের কর্তারা বৈঠক সেরে ফেলেছেন। ঠিক হয়ে গিয়েছে পুজো কার্নিভালের দিনক্ষণ। পুজোর পর শহরবাসীকে আরও একবার উৎসবে মাতিয়ে তুলতে সবরকম ব্যবস্থা করা হচ্ছে।
advertisement
উল্লেখ্য, চলতি বছরে দুর্গাপুরে পুজোর কার্নিভাল তৃতীয় বর্ষের পদার্পণ করছে। পুজো শুরু হওয়ার আগেই প্রশাসনের তরফ থেকে পুজো কার্নিভাল নিয়ে চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে। ঠিক করা হয়েছে, বিগত দু’বছরের মতএবারও দুর্গাপুর উইমেন্স কলেজের সামনে পুজো কার্নিভালের মূল মঞ্চ তৈরি হবে। ঠিক করা হয়ে গিয়েছে দুর্গাপুরে পুজো কার্নিভালের তারিখ। ১৪ অক্টোবর দুর্গাপুরে পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে।
advertisement
advertisement
আরও পড়ুন : কোলেস্টেরল কমিয়ে সুস্থ হার্ট…কোন খাবার ‘সুপারফুডের রাজা’ বলুন তো? আজ থেকেই খেতে শুরু করুন রোজ
ইতিমধ্যেই এই বিষয়ে সমস্ত বড় পুজো উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে প্রশাসনের বড় কর্তারা বৈঠক করেছেন। বৈঠকে হাজির ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী-সহ এডিডিএ চেয়ারম্যান, পাণ্ডবেশ্বরের বিধায়ক, জেলাশাসক, পুলিশ কমিশনার এবং আরও অনেকে। জানা গিয়েছে, বৈদ্যুতিন মাধ্যমে পুজো কার্নিভালে শহরবাসীর উন্মাদনা দেখে, দুর্গাপুরের জন্য বিশেষ অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথা জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। জানা গিয়েছে পুজো কার্নিভালের আয়োজনের অন্যতম দায়িত্বে থাকছেন দুর্গাপুরের মহকুমা শাসক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 30, 2024 2:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: ঠিক হল দুর্গাপুজোর কার্নিভালের দিন! দর্শকদের স্রোত সামলাতে উদ্যোক্তা ও প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে
