TRENDING:

India Bangladesh News: বাংলাদেশ নাকি ভারত, কোন দেশ তাঁর? হরিহরপাড়ার যুবকের 'ভাষাতেই' কি পাঠানো হল বাংলাদেশে! স্ত্রী বলছেন, 'ফিরিয়ে দিন স্বামীকে...'

Last Updated:

India Bangladesh News: যুবকের স্ত্রী সংবাদমাধ্যমে জানান, “আমরা ফোন মারফত জানতে পারি, বিএসএফ আমার স্বামীকে নির্মমভাবে মারধর করে, সমস্ত ডকুমেন্টস কেড়ে নিয়ে বাংলাদেশ সীমান্তের চর এলাকায় পাঠিয়ে দিয়েছে। এরপর থেকে তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করতে পারিনি"।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: বাংলাদেশি অপবাদে মুম্বইয়ে বিএসএফ-এর হাতে নির্যাতিত তর্তিপুরের শ্রমিক! সীমান্তে আটকে, স্ত্রীর কাতর আরজি: “স্বামীকে ঘরে ফিরিয়ে দিন”। জীবিকার তাগিদে মুম্বইয়ে রাজমিস্ত্রির কাজে গিয়ে চরম দুর্ভোগের শিকার হলেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার তর্তিপুর গ্রামের বাসিন্দা নিজামউদ্দিন মণ্ডল।
advertisement

অভিযোগ, তাঁকে বাংলাদেশি সন্দেহে বিএসএফ মারধর করে এবং সমস্ত নথিপত্র কেড়ে নিয়ে বাংলাদেশ সীমান্ত এলাকায় ঠেলে দেয়। এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন গোটা পরিবারের সদস্যরা। নিজামউদ্দিন মণ্ডলের স্ত্রী সংবাদমাধ্যমে জানান, “আমরা ফোন মারফত জানতে পারি, বিএসএফ আমার স্বামীকে নির্মমভাবে মারধর করে, সমস্ত ডকুমেন্টস কেড়ে নিয়ে বাংলাদেশ সীমান্তের চর এলাকায় পাঠিয়ে দিয়েছে। এরপর থেকে তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করতে পারিনি।”

advertisement

আরও পড়ুন: খু*নের কিছুক্ষণ আগে কী করছিল সোনম-রাজা? পর্যটকের মোবাইলে তোলা হাড়হিম দৃশ্য! দেখুন হানিমুন খু*নের সেই ভিডিও

প্রায় এক বছর আগে মুম্বইয়ে রাজমিস্ত্রির কাজে পাড়ি দিয়েছিলেন নিজামউদ্দিন। বর্তমানে তিনি বাংলাদেশ সীমান্তের চর এলাকায় আটকে রয়েছেন বলে পরিবারের দাবি। নিখোঁজ এবং অনিরাপদ অবস্থায় থাকা স্বামীকে ফেরাতে এখন একমাত্র ভরসা প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। ঘটনার পর থেকে স্ত্রীর কান্না থামছে না।

advertisement

View More

আরও পড়ুন: ঝরনার জলে চলছিল স্নান-হুল্লোড়! আচমকা চিৎকার শয়ে শয়ে পর্যটকের, ওটা কী ভাসছে? দেখুন

তিনি হরিহরপাড়া থানার দ্বারস্থ হয়েছেন এবং স্থানীয় তৃণমূল পার্টি অফিসেও লিখিত আবেদন জানিয়েছেন স্বামীকে ফিরিয়ে আনার জন্য। ইতিমধ্যেই বিষয়টি মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার জানতেই নড়ে চড়ে বসেছেন। কীভাবে হরিহরপাড়ায় ফিরিয়ে নিয়ে আসা যায় তারও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলোচনা চলছে অতিদ্রুত ফিরিয়ে আনা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিধ্বংসী বন্যার পর 'ঈশ্বরের আশীর্বাদ'! কৃষকেরা খুঁজে পেলেন নতুন ভরসা
আরও দেখুন

কৌশিক অধিকারী 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India Bangladesh News: বাংলাদেশ নাকি ভারত, কোন দেশ তাঁর? হরিহরপাড়ার যুবকের 'ভাষাতেই' কি পাঠানো হল বাংলাদেশে! স্ত্রী বলছেন, 'ফিরিয়ে দিন স্বামীকে...'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল