Low Pressure and Heavy Rain: সাইক্লোন হারিয়েছে শক্তি, তবুও নিম্নচাপের দাপট কমে না, জেলায়-জেলায় এখনও ভারী বৃষ্টির অ্যালার্ট, রইল ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Low Pressure and Heavy Rain: দেখা দিয়েছে নিম্নচাপের প্রভাব, ভিজছে একাধিক জেলা!
advertisement
1/7

পুরুলিয়া: পূর্বাভাস মতোই বঙ্গে নিম্নচাপ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছে। যার প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের একাধিক জেলায়। জেলা পুরুলিয়াতেও কখনও হালকা, আবার কখনও মাঝারি বৃষ্টি হতে দেখা যাচ্ছে।
advertisement
2/7
এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রার পারদ থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। টানা বর্ষণের ফলে হালকা ঠান্ডার অনুভূতি হচ্ছে।
advertisement
3/7
দফায় দফায় বৃষ্টি চলছে দক্ষিণের জেলাগুলিতে। কলকাতা সহ উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ ৭-১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।
advertisement
4/7
এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলা গুলিতে বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
advertisement
5/7
দক্ষিণের পাশাপাশি উত্তরেও রয়েছে হলুদ সতর্কতা। জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্র-বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্ত পর্যন্ত জারি থাকবে বৃষ্টির দাপট৷ তবে বাড়তে পারে বৃষ্টির দাপট। অতিবৃষ্টিতে পার্বত্য এলাকাগুলিতে ধস নামার আশঙ্কাও রয়েছে।
advertisement
6/7
আবহাওয়া দফতর সূত্রে খবর চলতি মাসের শেষ অবধি চলবে ভারী বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। অতিভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে।
advertisement
7/7
বাকি আশে পাশের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। মূলত নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গ জুড়ে অকাল বৃষ্টি। বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না পুরুলিয়াও। Input- Sharmistha Banerjee
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Low Pressure and Heavy Rain: সাইক্লোন হারিয়েছে শক্তি, তবুও নিম্নচাপের দাপট কমে না, জেলায়-জেলায় এখনও ভারী বৃষ্টির অ্যালার্ট, রইল ওয়েদার আপডেট