আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, নিম্নচাপ সরে গিয়ে এই মুহূর্তে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে একটি মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মূলত এরই প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে।
advertisement
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শুক্র ও শনিবার। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে। পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় সোমবার থেকে আবহাওয়া বদলে দক্ষিণবঙ্গে আবারও একবার ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে।
সৈকত শী






