Actor Gossip: মুখ্যমন্ত্রীর মেয়ের সঙ্গে ১০ বছরের প্রেম! আজও সেই সম্পর্ক অস্বীকার করেন দু'জনেই, প্রভাসের সেই প্রেমিকা কে জানেন? চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

Last Updated:
Actor Gossip: শুধু সিনেমা নয়, ব্যক্তিগত জীবনের দিক থেকেও প্রায়ই খবরে থাকেন প্রভাস। তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মানুষের আগ্রহের সীমা নেই। প্রয়াত ওয়াইএস রাজশেখর রেড্ডির মেয়ে ওয়াইএস শর্মিলার নাম তাঁর সঙ্গে জড়িয়েছিল, সেটি অনেকেরই অজানা নয়। 
1/7
*প্রভাস এমন একটি নাম, যার কোনও পরিচয় দরকার নেই। প্রভাস বাহুবলী চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বব্যাপী তারকা হয়ে উঠেছেন। এখন হাত ভর্তি প্রজেক্ট নিয়ে ব্যস্ত। ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় হরর কমেডি ছবি হতে চলেছে 'রাজাসাব'। ছবির টিজার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যা নিয়ে পারদ চড়ছে। পরিচালক মারুথি এমন প্রভাসকে দেখাতে চলেছেন, যাকে আগে কখনও কেউ দেখেননি।
*প্রভাস এমন একটি নাম, যার কোনও পরিচয় দরকার নেই। প্রভাস বাহুবলী চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বব্যাপী তারকা হয়ে উঠেছেন। এখন হাত ভর্তি প্রজেক্ট নিয়ে ব্যস্ত। ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় হরর কমেডি ছবি হতে চলেছে 'রাজাসাব'। ছবির টিজার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যা নিয়ে পারদ চড়ছে। পরিচালক মারুথি এমন প্রভাসকে দেখাতে চলেছেন, যাকে আগে কখনও কেউ দেখেননি।
advertisement
2/7
*তবে শুধু সিনেমা নয়, ব্যক্তিগত জীবনের দিক থেকেও প্রায়ই খবরে থাকেন প্রভাস। তাঁর ব্যক্তিগর সম্পর্ক নিয়েও মানুষের মধ্যে প্রচুর আগ্রহ রয়েছে। প্রয়াত ওয়াইএস রাজশেখর রেড্ডির মেয়ে ওয়াইএস শর্মিলার নাম তাঁর সঙ্গে জড়িয়েছিল, সেটি অনেকেরই অজানা নয়। 
*তবে শুধু সিনেমা নয়, ব্যক্তিগত জীবনের দিক থেকেও প্রায়ই খবরে থাকেন প্রভাস। তাঁর ব্যক্তিগর সম্পর্ক নিয়েও মানুষের মধ্যে প্রচুর আগ্রহ রয়েছে। প্রয়াত ওয়াইএস রাজশেখর রেড্ডির মেয়ে ওয়াইএস শর্মিলার নাম তাঁর সঙ্গে জড়িয়েছিল, সেটি অনেকেরই অজানা নয়।
advertisement
3/7
*শর্মিলার সঙ্গে প্রভাসের সম্পর্ক ছিল। ওয়াইএস শর্মিলা রেড্ডি বর্তমানে এপি পিসিসির সভাপতি। যদিও অতীতে প্রভাস-শর্মিলার মধ্যে যোগসূত্র ছিল। কান পাতলে শোনা যেত, ১০ বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন তাঁরা। শর্মিলার বাবা রাজশেখর রেড্ডির খুড়তুতো ভাই রবীন্দ্রনাথ রেড্ডি ছিলেন প্রভাসের 'যোগী'র প্রযোজক এবং দীর্ঘদিন ধরে এই গুজবে প্রভাস এবং শর্মিলার নীরবতা, সেই ঘি-এ আগুন দেয়। যদিও গত বছরের নভেম্বরে ওয়াইএস শর্মিলা প্রথমবার বিষয়টি সামনে আনেন। হায়দরাবাদে এক সাংবাদিক বৈঠকে মুখ খোলেন প্রভাসও।
*শর্মিলার সঙ্গে প্রভাসের সম্পর্ক ছিল। ওয়াইএস শর্মিলা রেড্ডি বর্তমানে এপি পিসিসির সভাপতি। যদিও অতীতে প্রভাস-শর্মিলার মধ্যে যোগসূত্র ছিল। কান পাতলে শোনা যেত, ১০ বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন তাঁরা। শর্মিলার বাবা রাজশেখর রেড্ডির খুড়তুতো ভাই রবীন্দ্রনাথ রেড্ডি ছিলেন প্রভাসের 'যোগী'র প্রযোজক এবং দীর্ঘদিন ধরে এই গুজবে প্রভাস এবং শর্মিলার নীরবতা, সেই ঘি-এ আগুন দেয়। যদিও গত বছরের নভেম্বরে ওয়াইএস শর্মিলা প্রথমবার বিষয়টি সামনে আনেন। হায়দরাবাদে এক সাংবাদিক বৈঠকে মুখ খোলেন প্রভাসও।
advertisement
4/7
*কী বলেন শর্মিলা? শর্মিলা, প্রভাসের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বলেন, আসলে প্রভাস কে, তাও তিনি জানেন না।
*কী বলেন শর্মিলা? শর্মিলা, প্রভাসের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বলেন, আসলে প্রভাস কে, তাও তিনি জানেন না। "আমি আমার সন্তানদের দিব্যি খেয়ে বলছি। আমি জানি না প্রভাস কে। তার সঙ্গে আমার আগে কখনও দেখা হয়নি। তার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। পাঁচ বছর আগেও আমি একই কথা বলেছি। এটাই আমি এখন বলছি।"
advertisement
5/7
*এটাই প্রভাসের প্রতিক্রিয়া। ওয়াইএস শর্মিলার সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন প্রভাস।
*এটাই প্রভাসের প্রতিক্রিয়া। ওয়াইএস শর্মিলার সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন প্রভাস। "ওয়াইএস শর্মিলার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ অনেক ঝামেলার সৃষ্টি করেছে। তার সঙ্গে আমার কখনও দেখা হয়নি। এই গুজব সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন", প্রভাস একটি ফেসবুক পোস্টে লেখেন।
advertisement
6/7
*অনুষ্কার সঙ্গে সম্পর্ক! শর্মিলার সঙ্গে প্রভাসের সম্পর্ক নিয়ে আরও জল্পনা শুরু হয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, গত কয়েক বছর ধরেই অভিনেত্রী আনুষ্কা শেঠির সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। যদিও এই বিষয়ে বারবার স্পষ্ট করে দিয়েছেন এই দুই অভিনেতা। তারা বলেন, তারা কেবল ভাল বন্ধু এবং তাদের মধ্যে তার চেয়ে বেশি কিছু নেই। তবে ভক্তরা ভালবেসে তাঁদের আন্না ও বৌদি বলে ডাকেন।
*অনুষ্কার সঙ্গে সম্পর্ক! শর্মিলার সঙ্গে প্রভাসের সম্পর্ক নিয়ে আরও জল্পনা শুরু হয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, গত কয়েক বছর ধরেই অভিনেত্রী আনুষ্কা শেঠির সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। যদিও এই বিষয়ে বারবার স্পষ্ট করে দিয়েছেন এই দুই অভিনেতা। তারা বলেন, তারা কেবল ভাল বন্ধু এবং তাদের মধ্যে তার চেয়ে বেশি কিছু নেই। তবে ভক্তরা ভালবেসে তাঁদের আন্না ও বৌদি বলে ডাকেন।
advertisement
7/7
*বলিউড অভিনেত্রীর সঙ্গে ডেটিং? বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন প্রভাস অভিনীত 'আদিপুরুষ' ছবিতে প্রধান মহিলা চরিত্রে অভিনয় করেছিলেন। তবে ছবির শুটিংয়ের সময় দু'জনের মধ্যে ভাল বন্ডিং ছিল। পাশাপাশি ছবি মুক্তির সময় কৃতি শ্যানন তাঁর হাতে ডি অক্ষরের ট্যাটুও করিয়েছিলেন। শোনা যাচ্ছে, এটা তাঁর প্রিয়তমের জন্য। যদিও এই জুটি এখনও নিজেদের সম্পর্কের বিষয়ে স্পষ্ট করেননি।
*বলিউড অভিনেত্রীর সঙ্গে ডেটিং? বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন প্রভাস অভিনীত 'আদিপুরুষ' ছবিতে প্রধান মহিলা চরিত্রে অভিনয় করেছিলেন। তবে ছবির শুটিংয়ের সময় দু'জনের মধ্যে ভাল বন্ডিং ছিল। পাশাপাশি ছবি মুক্তির সময় কৃতি শ্যানন তাঁর হাতে ডি অক্ষরের ট্যাটুও করিয়েছিলেন। শোনা যাচ্ছে, এটা তাঁর প্রিয়তমের জন্য। যদিও এই জুটি এখনও নিজেদের সম্পর্কের বিষয়ে স্পষ্ট করেননি।
advertisement
advertisement
advertisement