সুযোগের সদ্ব্যবহার! নিরাপত্তারক্ষী চলে যেতেই জগদ্ধাত্রী প্রতিমার সোনার গয়না নিয়ে চম্পট চোরেদের

Last Updated:

দিকে দিকে এখন ধুমধাম করে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করতে দেখা যাচ্ছে পুজো উদ্যোক্তাদের। কোথাও পুজো হয়ে ইতিমধ্যেই প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছে, আবার কোথাও কোথাও এখনও প্রতিমা রয়ে গিয়েছে মণ্ডপে।

জগদ্ধাত্রী পুজো
জগদ্ধাত্রী পুজো
হুগলি, রিসরা, রানা কর্মকার: দিকে দিকে এখন ধুমধাম করে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করতে দেখা যাচ্ছে পুজো উদ্যোক্তাদের। কোথাও পুজো হয়ে ইতিমধ্যেই প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছে, আবার কোথাও কোথাও এখনও প্রতিমা রয়ে গিয়েছে মণ্ডপে। আর এসবের মধ্যেই এবার জগদ্ধাত্রী প্রতিমার সোনার গয়না নিয়ে চম্পট দিল চোরের দল।
হুগলির রিষরার জাগরণ ক্লাব নামে একটি ক্লাবের জগদ্ধাত্রী পুজোয় এমন ঘটনাটি ঘটেছে। যেখানে রবিবার সকাল ছ’টা নাগাদ দেখতে পাওয়া যায়, প্রতিমার গায়ে থাকা সোনার বেশ কিছু অলংকার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। ঠিক সেই সময় এমন চুরির ঘটনাটি ঘটে যখন ওই ক্লাবের নিজস্ব নিরাপত্তারক্ষী সবেমাত্র নিজের দায়িত্ব ছেড়ে চলে যান।
advertisement
advertisement
ঘটনার পরিপ্রেক্ষিতে রিষরা থানায় অভিযোগ দায়ের করেছে পুজো কমিটি। এই বছর তাদের পুজো ছিল ৪৯তম বছরের পুজো। তাদের দাবি, নিরাপত্তারক্ষী চলে যাওয়ার পরই সোনার অলংকার চুরি যায় এবং সোনার অলংকার যেভাবে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় তাতে প্রতিমারও ক্ষতি হয়।
advertisement
ক্লাব সদস্য শোভন পাকরাশি জানিয়েছেন, তারা নিজস্ব নিরাপত্তারক্ষী রেখেছিলেন। তবে তাদের কোনও সিসিটিভি ক্যামেরা ছিল না। নিরাপত্তারক্ষী চলে যাওয়ার পরই এমন ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। পুলিশের কাছে তারা এই ঘটনার তদন্তের দাবি করেছেন এবং কোথাও যেন এই ধরনের ঘটনা না ঘটে তাও জানিয়েছেন। পুলিশ পুরো বিষয়টি যত্ন সহকারে দেখছে বলেই জানা যাচ্ছে। এখন দেখার বিষয় এমন চুরির ঘটনার কিনারা করতে গিয়ে পুলিশ কী খুঁজে পায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সুযোগের সদ্ব্যবহার! নিরাপত্তারক্ষী চলে যেতেই জগদ্ধাত্রী প্রতিমার সোনার গয়না নিয়ে চম্পট চোরেদের
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement