Gold: আকাশছোঁয়া সোনার দামের মাঝেই একী কাণ্ড মুর্শিদাবাদে! পুরো ঘটনা আপনাকেও ভাবাতে বাধ্য করবে

Last Updated:

আজকের দিনে যখন ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ২৪ হাজার টাকার বেশি, তখন এমন কাণ্ড ঘটল মুর্শিদাবাদে, যা শুনলে আপনিও ১০ বার ভাববেন।

৫৫ লক্ষ টাকার সোনা উদ্ধার
৫৫ লক্ষ টাকার সোনা উদ্ধার
জঙ্গিপুর, মুর্শিদাবাদ, কেদার নাথ প্রামানিক: আজকের দিনে যখন ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ২৪ হাজার টাকার বেশি, তখন এমন কাণ্ড ঘটল মুর্শিদাবাদে, যা শুনলে আপনিও ১০ বার ভাববেন। ভাবার পিছনে কী কারণ রয়েছে জানেন? যখন সোনায় হাত দিতে সাধারণ মানুষদের ছেঁকা লাগছে, ঠিক সেই সময়ই লক্ষ লক্ষ টাকার সোনা পাচার হয়ে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। যদিও এবার পাচারের আগেই হাতেনাতে অভিযুক্তকে ধরে ফেলতে সক্ষম হয় বিএসএফ।
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত রঘুনাথগঞ্জ দুই ব্লকের ফিরোজপুর গ্রামে বিএসএফের অভিযানে উদ্ধার হল চারটি সোনার বিস্কুট। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে তোতা শেখ নামে এক যুবক। তার বাড়ি ফিরোজপুর গ্রামেই। জানা গিয়েছে, হ্যান্ডওভার করার আগেই তাকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী।
advertisement
advertisement
বিএসএফ সূত্রে জানা যায়, ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া চারটি সোনার বিস্কুটের মোট ওজন ৪৬২ গ্রাম। বাজারমূল্য আনুমানিক ৫৫ লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে অনুমান, সোনাগুলি বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল। ধৃত এবং উদ্ধার হওয়া সোনাকে রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও শুল্ক দফতর। সোনা পাচারের সঙ্গে আরও কেউ জড়িত আছে কী না, তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
ভারত সরকারের শুল্ক বিভাগের বিশেষ আইনজীবী অঙ্কিত মুখার্জি জানিয়েছেন, ধৃতের থেকে ৫৫ লক্ষ টাকার সোনা ছাড়াও মোটরবাইক এবং ভারতীয় সিম কার্ড উদ্ধার করা হয়েছে। বিএসএফ শুল্ক বিভাগের হাতে ওই অভিযুক্তকে তুলে দিয়েছে। তাকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gold: আকাশছোঁয়া সোনার দামের মাঝেই একী কাণ্ড মুর্শিদাবাদে! পুরো ঘটনা আপনাকেও ভাবাতে বাধ্য করবে
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement