Snake Bite: এত প্রচারের পরেও এত বড় ভুল! সাপের ছোবলে প্রাণ গেল যুবকের, ঠিক কী ঘটেছিল মেদিনীপুরে
- Published by:Madhab Das
- local18
Last Updated:
গত সোমবার মাঠে কাজ করতে গিয়েছিলেন অরূপ। তখনই তার পায়ে সাপ ছোবল মারে। তবে চিকিৎসক বা হাসপাতালে না গিয়ে গ্রামের এক গুণিনের কাছে নিয়ে যাওয়া হয় যুবককে।
নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, শঙ্কর রাই: সচেতনতার অভাবে প্রাণ গেল এক যুবকের। সর্পদষ্ট হয়েছিলেন যুবক। তবে হাসপাতালে না গিয়ে গুণিনের কাছে, চিকিৎসার পর অবশেষে মৃত্যু হল যুবকের। নারায়ণগড়ের পাকুড়সেনি পঞ্চায়েতের পালগেড়িয়া এলাকার ঘটনা। ঘটনার পর গ্রামে এখনও অসচেতনতার বিষয় সামনে এল। মৃত্যু হয়েছে অরূপ দোলাই (৩৭) নামের এক যুবকের।
ঘটনার পরিপ্রেক্ষিতে জানা গিয়েছে, গত সোমবার মাঠে কাজ করতে গিয়েছিলেন অরূপ। তখনই তার পায়ে সাপ ছোবল মারে। তবে চিকিৎসক বা হাসপাতালে না গিয়ে গ্রামের এক গুণিনের কাছে নিয়ে যাওয়া হয় যুবককে। দু’দিন গুণীনের কাছে চলে চিকিৎসা। পরে বুধবার কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালেই মৃত্যু হয় তার। রবিবার দুপুরে মৃতদেহ বাড়িতে পৌঁছয়।
advertisement
আরও পড়ুন: সুযোগের সদ্ব্যবহার! নিরাপত্তারক্ষী চলে যেতেই জগদ্ধাত্রী প্রতিমার সোনার গয়না নিয়ে চম্পট চোরেদের
advertisement
ঘটনার পর পরিবারের মধ্যে অসচেতনতার বিষয়টি সামনে এসেছে। পরিবারের লোকজন জানাচ্ছেন, মাঠে কাজ করতে গিয়ে সাপ ছোবল দেয়। তারপরে গুণিনের কাছে চিকিৎসা চলছিল। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
মৃতের বাবা মাধব দোলাই বলেন, “সাপ ছোবল দেয়। প্রথমে ওঝার কাছে নিয়ে যাই। পরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার ছেলের মৃত্যু হয়েছে।” বিষয়টি সামনে আসতেই পরিবারের অসচেতনতাকেই দায়ী করছেন অনেকেই। গ্রামের এক যুবক বলেন,” সবার কাছে অনুরোধ সাপের ছোবল হলে ওঝা নয় হাসপাতালে যান। ওঝার কাছে না গেলে ছেলেটিকে বাঁচানো যেত।” স্বাস্থ্য দফতর জানাচ্ছে, সরকারের তরফ থেকে বারবার নানাভাবে সচেতন করা হচ্ছে। এলাকায় সচেতনতা শিবির করা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
November 02, 2025 11:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Snake Bite: এত প্রচারের পরেও এত বড় ভুল! সাপের ছোবলে প্রাণ গেল যুবকের, ঠিক কী ঘটেছিল মেদিনীপুরে

