One Day Outing: একঘেয়েমি কাটাতে চাইছেন? কলকাতার কাছেই সবুজে মোড়া গন্তব্য, একদিনের ছুটিতে ঘুরে আসুন হাড়োয়ার কুটলি সমোজপুর
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
আজকের কর্মব্যস্ত জীবনে একটু নিঃশ্বাস নেওয়ার সময়ও যেন বিলাসিতা। তাই যখনই হাতে একটু সময় মেলে, মানুষ ছুটে যায় প্রকৃতির সান্নিধ্যে। কংক্রিটের জঙ্গল থেকে দূরে, সবুজে মোড়া কোনো গ্রামীণ প্রান্তে কাটানো কয়েকটা ঘণ্টাই যেন হয়ে ওঠে নতুন করে বেঁচে ওঠার উপলক্ষ।
advertisement
কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, উত্তর ২৪ পরগনার হাড়োয়ার কুটলি সমোজপুর এলাকা এমনই এক মনোমুগ্ধকর গন্তব্য। সবুজ গাছপালায় ঘেরা প্রশস্ত রাস্তা, দূরে পাখির ডাক আর হালকা বাতাসের ছোঁয়া— একেবারে অন্যরকম অনুভূতি এনে দেয়। এখানে পৌঁছালে শহরের কোলাহল মিলিয়ে যায়, বদলে যায় সময়ের গতি, আর মনে জেগে ওঠে প্রশান্তির ঢেউ।
advertisement
প্রকৃতির পাশাপাশি এখানকার জীবিকারও একটি বিশেষ দিক আছে— মাছ চাষ। চারপাশে চোখ মেললেই দেখা মেলে বিশাল ভেড়ি বা জলাশয়ের, যেখানে নানা জাতের মাছ চাষ হয়। জলাশয়ের ওপরে ভেসে বেড়ায় সাদা বক, শালিক, চিল— যেন প্রকৃতির সঙ্গে মানুষের এক চিরন্তন সহাবস্থান। এই নীরব কিন্তু প্রাণবন্ত পরিবেশে কয়েক ঘণ্টা কাটালে মন ভরে যায় শান্তিতে।
advertisement
advertisement
বন্ধুবান্ধব, পরিবার বা প্রিয়জনকে নিয়ে যারা একদিনের ছোট্ট বেড়াতে যেতে চান, তাঁদের জন্য কুটলি সমোজপুর হতে পারে আদর্শ জায়গা। এখানে নেই ভিড়, নেই কৃত্রিমতা— আছে শুধু প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়া। নদীর ধারে বসে গল্প করা, ছবি তোলা বা নিঃশব্দে প্রকৃতিকে অনুভব করা— প্রতিটি মুহূর্তেই মেলে নতুন করে বেঁচে ওঠার আনন্দ।
advertisement
