বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপের পরিণত হওয়ার পর উত্তর থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। যার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস ৩০ জুন পর্যন্ত। দক্ষিণ বঙ্গের উপকূলবর্তী জেলা ও পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। ৭০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। ২৬ জুন বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে ৪০ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া।
advertisement
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ও ঝোড়ো হওয়া বইবে। আজ রথের দিন অর্থাৎ ২৭ জুন শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সব জেলায়। তবে রথের দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ৩০ জুন পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে টানা বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
সৈকত শী






