Viral News: 'বোন হওয়ায় বাবা চলে গেল...', ট্রেনে হকারি করে সংসার চলে একরত্তিকে নিয়ে, ১৩ বছরের বিক্রমের লড়াই চোখে জল আনবে

Last Updated:

Viral News: বর্তমানে চাঁদপাড়ার বাসিন্দা বিক্রমের বাবা একসময় পরিবার ছেড়ে চলে যায়, কারণ, বিক্রমের মা জন্ম দেন কন্যা সন্তানের। সেই থেকেই শুরু হয় এক অসম লড়াই। মা-ছেলে মিলে শুরু করে জীবনযুদ্ধ।

+
বিক্রম

বিক্রম সুতার

চাঁদপাড়া: বছর তেরোর বিক্রম সুতার এখন রোজ চলন্ত ট্রেনেই লড়াই করে জীবনের সঙ্গে। পড়াশোনার বয়সে স্কুলের বই ছেড়ে কাঁধে তুলে নিয়েছে পরিবারের দায়িত্ব। তাই এখন লোকাল ট্রেনে ঘুরে ঘুরে কখনও বাদাম, কখনও ঝুড়িভাজা, আবার কখনও ছোটখাটো নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করেই চালাচ্ছে ছোট বোনকে নিয়ে নিজের সংসার।
মা কাজ করেন লোকের বাড়িতে, থাকেন ভাড়া বাড়িতে। স্কুলে যাওয়ার থেকে তাই টাকার প্রয়োজনে লোকাল ট্রেনকেই বেশি আপন করে নিয়েছে ১৩ বছরের ছেলেটি। তার কথায়, স্কুলে যাব টাকা কোথায়? তার জায়গায় লোকাল ট্রেনে জিনিস বেচলে হাতে আসে সংসার চালানোর টাকা।
আরও পড়ুনঃ শুধু অসমেই নয়, এ রাজ‍্যেও রয়েছে দেবী কামাক্ষ্যার ধাম! অম্বুবাচী শেষে চলছে পুজো, কোথায় জানেন?
জানা যায়, বর্তমানে চাঁদপাড়ার বাসিন্দা বিক্রমের বাবা একসময় পরিবার ছেড়ে চলে যায়, কারণ, বিক্রমের মা জন্ম দেন কন্যা সন্তানের। সেই থেকেই শুরু হয় এক অসম লড়াই। মা-ছেলে মিলে শুরু করে জীবনযুদ্ধ। তবে ছোট বোনকে আগলে রেখে সংসারের হাল ধরতে গিয়ে স্কুল পড়ুয়া বিক্রম হাতে তুলে নেয় ঝুরিভাজার প্যাকেট। তারপরই সোশ্যাল মিডিয়ার দৌলতে বিক্রমের এই লড়াই হয়ে যায় ব্যাপক ভাইরাল। এখন সকাল থেকে রাত, লোকাল ট্রেনই তার বাজার, কামরাই তার দোকান।
advertisement
advertisement
বনগাঁ লোকাল হোক বা গোবরডাঙা, হাবড়ার যাত্রীদের ভিড়ই তার বিক্রির ভরসা। তবে সব কামরায় সমান সাড়া না মেলায় এখন বেশি ভাগ সময় লেডিস কামরায় ওঠে। তার কথায়, সাধারণ কামরায় লোকজন তাকে চিনলেও, ফটো তোলেন কথা বলেন। কিন্তু জিনিস তেমন কেনেন না। সেই জায়গায় দাঁড়িয়ে লেডিস কামড়ায় মাসিরা বা দিদিরা কিছু না কিছু কিনেই নেন, জানায় বিক্রম।
advertisement
আরও পড়ুনঃ ৪০, ৫০, ৬০, ৭০ নাকি ৭৫, ৮০…! জানতে চান আর কত বছর বাঁচবেন আপনি? ঘরে বসেই জানুন ৩০ সেকেন্ডে, গবেষণায় চাঞ্চল্য
ভাইরাল ভিডিও ও ফেসবুক পোস্টের হাত ধরে বিক্রমের জীবনযুদ্ধের গল্প এখন ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। লোকাল ট্রেনে ব্যবসা করা অন্যান্য হকাররাও তাই এখন সবরকম ভাবে সাহায্য করে ১৩ বছরের বিক্রেতাকে। তবে সেসব কে সরিয়ে রেখেই লাজুক প্রকৃতির ছেলেটি দিনভর ট্রেন বদল করে এ স্টেশন থেকে ও স্টেশন। দুপুরে পেটের দায়ে কখনও হোটেলে, কখনও কালিদির হোটেলে গিয়ে জুটে যায় এক বাটি ভাত-বিনামূল্যে। জীবনের এমন এক কঠিন বাস্তবতাকে সে যেভাবে মেনে নিয়ে, লড়াই করছে তার জন্য বছর ১৩এর এই খুদেকে কুর্নিশ জানানোই যায়।
advertisement
Rudra Narayan Roy 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: 'বোন হওয়ায় বাবা চলে গেল...', ট্রেনে হকারি করে সংসার চলে একরত্তিকে নিয়ে, ১৩ বছরের বিক্রমের লড়াই চোখে জল আনবে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement