Ambubachi 2025: শুধু অসমেই নয়, এ রাজ‍্যেও রয়েছে দেবী কামাক্ষ্যার ধাম! অম্বুবাচী শেষে চলছে পুজো, কোথায় জানেন?

Last Updated:

Ambubachi 2025: অম্বুবাচী শেষে পুজো আয়োজিত হল কামাখ্যাগুড়ির মন্দিরে। কামাখ্যা মায়ের পাশাপাশি মন্দিরের অন্যান্য দেবতারা পেলেন পুজো। কামাখ্যা ধাম রয়েছে দেখে এই এলাকার নাম কামাখ্যাগুড়ি।

+
দেবী

দেবী কামাখ‍্যা

আলিপুরদুয়ার: অম্বুবাচী শেষে পুজো হল কামাক্ষ্যাগুড়ির মন্দিরে। কামাখ্যা মায়ের পাশাপাশি মন্দিরের অন্যান্য দেবতারা পেলেন পুজো। কামাখ্যা ধাম রয়েছে দেখে এই এলাকার নাম হয়েছে কামাক্ষ্যাগুড়ি। আলিপুরদুয়ার জেলার অন্যতম মন্দির কামাক্ষ্যাগুড়ির এই ধাম। অসমের গুয়াহাটির পর দেবী কামাক্ষ্যার মূর্তি রয়েছে এই ধামে। প্রতিবছর নিয়ম করে অম্বুবাচী শেষে এই মন্দিরে পুজো হয়।
কথিত রয়েছে, কোচবিহারের রাজা একসময় শিকার করতে এই এলাকায় এসেছিলেন। সেই সময় কাঁদায় তার হাতি ডুবে যাচ্ছিল। সেই হাতিকে কোনওভাবেই উদ্ধার করতে পারছিল না। এরপর তাঁবু খাটিয়ে এলাকাতে থাকতে শুরু করে রাজা। দেবী কামাখ্যা তাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন এই এলাকায় মন্দির তৈরি করে যেন তার পুজো করা হয়। এরপর পূজিত হন এই এলাকায় দেবী কামাক্ষ্যা। রাজা ফিরে পান তাঁর হাতি।
advertisement
আরও পড়ুনঃ ৪০, ৫০, ৬০, ৭০ নাকি ৭৫, ৮০…! জানতে চান আর কত বছর বাঁচবেন আপনি? ঘরে বসেই জানুন ৩০ সেকেন্ডে, গবেষণায় চাঞ্চল্য
পুজো উপলক্ষে মন্দিরে দেখা গেল প্রচুর পুণ্যার্থীদের ভিড়।এলাকার রাভা সম্প্রদায়ের মানুষেরা এই মন্দিরটির দেখভাল করছেন বর্তমানে। অম্বুবাচীর পর পুজো ও সাত দিন মেলা চলে। দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন পুজো দিতে। মন্দির কমিটির সভাপতি সুশীল রাভা জানান, “অম্বুবাচী শেষে পুজো এবং মেলা আয়োজিত হয় এলাকায়। রাভাদের নিয়ম অনুযায়ী পুজো হয়। পুজোর পর মহিলারা নদীতে ভেলা ভাসান।”
advertisement
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Ambubachi 2025: শুধু অসমেই নয়, এ রাজ‍্যেও রয়েছে দেবী কামাক্ষ্যার ধাম! অম্বুবাচী শেষে চলছে পুজো, কোথায় জানেন?
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement