“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
হাওড়ার ফুলমেলা মানে আকর্ষণীয় ফুল। সেই সঙ্গে ফল সবজির গাছ, বাহারি গাছ এবং বনসাই এর মত আকর্ষণ। প্রতিবছর মানুষের আকর্ষণ বেড়েই চলেছে ফুল মেলায়। এবার ৯ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ১২ই জানুয়ারি পর্যন্ত চার দিন এই ফুল মেলার আসর থাকবে হাওড়া শহরে। কংক্রিটের শহরে যেন প্রাণের সঞ্চারের মত এই ফুলমেলা। হাওড়া শহরবাসীর ভাল লাগার উৎসব বা অনুষ্ঠানের মধ্যে অন্যতম এই ফুলের উৎসব। প্রতিবছর শহরবাসী অপেক্ষায় থাকেন। ফুলমেলা শেষ হলে আবার দিন গনা শুরু করে আগামী ফুলমেলা শুরুর। এবার ফুল মেলার উদ্বোধন থেকেই জমজমাট। সপ্তম ফুল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন, মন্ত্রী অরূপ রায়, মিস ইন্ডিয়া অদ্রিজা রায়চৌধুরী, অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়, রেখা মৈত্র মেলা কমিটির সম্পাদক শ্যামল মিত্র সহ অন্যান্যরা।
advertisement
এ প্রসঙ্গে ফুল মেলার সম্পাদক শ্যামল মিত্র জানান, হাওড়ার ফুলমেলা সারা বাংলা জুড়ে সুনাম পেয়েছে। হাজারো গাছ রয়েছে এই ফুল মেলায়। এবারের অন্যতম আকর্ষণ ক্যাকটাস। হাওড়ার ফুলমালা মানে শুধু আকর্ষণীয় ফুলেই শেষ নয়। হাওড়ার মানুষের কাছে এই ফুলমালা মানে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও ফুলমেলা উপলক্ষে সাংস্কৃতিক জগতে হাওড়ার প্রতিভাবান মানুষদের সংবর্ধনা।
রাকেশ মাইতি





