প্রতিবেশীর বাইকে চড়ে স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত্যু হল দ্বিতীয় শ্রেণীর ছাত্রের, মর্মান্তিক মৃত্যু প্রতিবেশী যুবকেরও
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Road Accident: প্রতিবেশী যুবকের বাইক চড়ে স্কুলে যাওয়ার পথে মৃত্যু হল স্কুল পড়ুয়ার। চকমানিক রামকৃষ্ণ পাঠমন্দির স্কুলের দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া উমার মল্লিক(৭) প্রতিবেশী সোহেল শেখের সঙ্গে স্কুল যাচ্ছিল। বৃহস্পতিবার সকালে সেই সময়ই দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত কাজ বাগান মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে।
দক্ষিণ ২৪ পরগনা: প্রতিবেশী যুবকের বাইক চড়ে স্কুলে যাওয়ার পথে মৃত্যু হল স্কুল পড়ুয়ার। চকমানিক রামকৃষ্ণ পাঠমন্দির স্কুলের দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া উমার মল্লিক(৭) প্রতিবেশী সোহেল শেখের সঙ্গে স্কুল যাচ্ছিল। বৃহস্পতিবার সকালে সেই সময়ই দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত কাজ বাগান মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে খবর, বাখরাহাটের দিক থেকে চকমানিক স্কুলে যাওয়ার পথে কাজ বাগান মোড়ের কাছে রাস্তায় বাঁদিকে ছিল একটি পণ্যবাহী গাড়ি। সেই পণ্যবাহী গাড়িটির ডান দিক দিয়ে যেতে গেলে রাস্তাতেই বাইক নিয়ে পড়ে যায় দুজনে। এরপরই লরির পিছনের চাকায় পিষে যায় দুজনে।
advertisement
advertisement
ঘটনাস্থল থেকে স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় বিষ্ণুপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুইজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মর্মান্তিক এই দুর্ঘটনার পর মর্মান্তিক ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
advertisement
স্থানীয়দের অভিযোগ, রাস্তার সংস্কারের কাজ চলছে। বেশ কিছুদিন ধরে রাস্তা কাটা অবস্থায় পড়ে রয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত দুজনেই বিষ্ণুপুর থানার জয়চন্ডিপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা। মৃত পড়ুয়ার নাম উমার মল্লিক (৭)। মৃত প্রতিবেশীর নাম সোহেল শেখ (২২)। ঘাতক গাড়িটি পলাতক। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2025 3:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রতিবেশীর বাইকে চড়ে স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত্যু হল দ্বিতীয় শ্রেণীর ছাত্রের, মর্মান্তিক মৃত্যু প্রতিবেশী যুবকেরও

