TRENDING:

West Bengal News: কাঠের পুতুলে ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন! জেলার সুনাম ছড়াচ্ছে নতুনগ্রাম

Last Updated:

West Bengal News: পূর্ব বর্ধমান জেলা রাজ্যের শস্যভান্ডার নামে পরিচিত হলেও, শিল্পেও এই জেলার কদর কম নয়। সেই রকমই এই জেলার একটি গ্রাম হল নতুনগ্রাম। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকে রয়েছে এই গ্রামটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা রাজ্যের শস্যভান্ডার নামে পরিচিত হলেও, শিল্পেও এই জেলার কদর কম নয়। সেই রকমই এই জেলার একটি গ্রাম হল নতুনগ্রাম। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকে রয়েছে এই গ্রামটি। তবে এই গ্রামের নাম নতুনগ্রাম হলেও অনেকের কাছেই পরিচিত কাঠপুতুলের গ্রাম অথবা শিল্পীগ্রাম নামেই।
কাঠের পুতুল 
কাঠের পুতুল 
advertisement

আরও পড়ুন: কেন্দ্রের সিদ্ধান্তে মাথায় হাত বাংলাদেশের! ভারতে ঢুকতে না পেরে ফিরে যাচ্ছে পণ্যবোঝাই ট্রাক, বিপাকে ব্যবসায়ীরা

এই গ্রামের বেশিরভাগ মানুষই জড়িত রয়েছেন শিল্পের সঙ্গে। পুরুষদের পাশাপাশি মহিলারাও কাজ করেন। বর্তমানে এই এই গ্রাম অনেকের কাছেই বেশ জনপ্রিয়। বিদেশি পর্যটকদেরও যাতায়াত বেড়েছে এই গ্রামে। এক কথায় বলতে গেলে শিল্পের সঙ্গে যুক্ত থেকে বেশ স্বাচ্ছন্দ্যেই জীবনযাপন করছেন গ্রামের শিল্পীরা।

advertisement

আজ থেকে নয়, কয়েকশো বছর ধরেই এই পুতুল তৈরি হয় বর্ধমানের নতুন গ্রামে। রথের মেলা, রাসযাত্রা, জয়দেবের মেলা সহ সব মেলাতেই নতুনগ্রামের বিভিন্ন কাঠের পুতুলের চাহিদা বরাবরের। চাহিদা বেড়েছে মঞ্জুষা, বিশ্ব বাংলার স্টলে। তবে এখন সমাজমাধ্যমের হাত ধরে বিশ্বজোড়া বাজার পেয়েছে নতুনগ্রাম। রাজ্য তথা দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার আসে অন লাইনে। চাহিদা বাড়ায় বেড়েছে অভিনবত্ব।

advertisement

View More

আরও পড়ুন: প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা কলকাতা এবং পাশের চার জেলায়! সঙ্গে বজ্রপাতে কাঁপবে এলাকা

সেরা ভিডিও

আরও দেখুন
বর্ধমানের 'এই' জমিতে আজও হয় না কোনও ফসল! বয়ে বেড়াচ্ছে কোন 'অভিশাপ'?
আরও দেখুন

কাঠের পেঁচা জায়গা করে নিচ্ছে জানালার পর্দা, ঘড়ি, শোপিসে। তবে পেঁচা ছাড়াও এখন তৈরি হয় কাঠের রাধাকৃষ্ণ, গৌরনিতাই, জগন্নাথ-বলরাম-সুভদ্রা, বর-কনে প্রভৃতি। সব মিলিয়ে শিল্পীদের কথায় তাঁরা ভাল রয়েছেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: কাঠের পুতুলে ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন! জেলার সুনাম ছড়াচ্ছে নতুনগ্রাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল