Sundarbans: সুন্দরবনেই লুকিয়ে আয়ের চাবিকাঠি! বছরের পর বছর ধরে উপার্জন করছেন হাজার হাজার মানুষ, জানুন কীভাবে

Last Updated:

Sundarbans: রহস্যময় সবুজ বনানীর সঙ্গে নদী মিলিত বেশ কিছু দ্বীপ সুন্দরবন। প্রকৃতির কোলে এই অরণ্য শুধু ট্যুরিস্ট স্পট নয়, হাজার হাজার মানুষের জীবন-জীবিকার উৎসও বটে।

+
সুন্দরবন

সুন্দরবন

সুন্দরবন, সুমন সাহাঃ বাঘ, কুমির সহ বন্য জীবজন্তুর সঙ্গে লড়াই করে দিনযাপন। বাংলার দক্ষিণ প্রান্তে বিস্তৃত রহস্যময় সবুজ বনানীর সঙ্গে নদী মিলিত বেশ কিছু দ্বীপ সুন্দরবন। প্রকৃতির কোলে এই অরণ্য শুধু ট্যুরিস্ট স্পট নয়, হাজার হাজার মানুষের জীবন-জীবিকার উৎসও বটে। এখানে কোনও বড় কারখানা নেই। মানুষের একমাত্র ভরসা নদী, জঙ্গল ও প্রকৃতি।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে এখানকার মানুষদের সংগ্রাম শুরু হয়ে যায়। পুরুষ, নারী সহ পরিবারের সদস্যরা ছোট ছোট কাঠের নৌকা বেয়ে নদীর বুকে নেমে পড়েন। তাঁদের সম্বল মাছ ধরার জাল, বাঁশের ফাঁদ ও বুকভরা সাহস। মাছ-কাঁকড়া ধরে তাঁদের সংসারের হাঁড়ি চড়ে। আবার এই নদী-জঙ্গলই তাঁদের জন্য মরণফাঁদ। কারণ এখানে প্রতিনিয়ত লুকিয়ে থাকে ভয়ঙ্কর বন্য প্রাণীর ছায়া।
advertisement
আরও পড়ুনঃ খেল দেখাচ্ছে মন্থা! শুনশান কপিলমুনি মন্দির চত্বর, শুয়ে পড়েছে ধান গাছ! দুর্যোগের জেরে উপকূলীয় এলাকার অবস্থা দেখুন
এখানকার সবচেয়ে বড় আতঙ্ক রয়্যাল বেঙ্গল টাইগার। ঝোপঝাড়ের আড়াল থেকে হঠাৎ বেরিয়ে আসা সেই বাঘ মুহূর্তেই মৎস্যজীবীদের টেনে নিয়ে যেতে পারে। আবার নদীর বুকে ঘাপটি মেরে থাকে কুমির। তাঁর হামলায় এক নিমেষে শেষ হয়ে যেতে পারে জীবন। তবু ভয়কে জয় করে, বুকে পাথর চাপা দিয়ে প্রতিদিন সুন্দরবনের মানুষকে নদীতে নামতে হয়।
advertisement
advertisement
শুধু মাছ-কাঁকড়া ধরা নয়, সুন্দরবনের বহু পুরুষ দল বেঁধে জঙ্গলের গভীরে মৌমাছির বাসা থেকে মধু সংগ্রহ করতে যান। তাঁদের বলা হয় মৌয়াল বা মৌলে। মৌচাক থেকে মধু তোলা যেমন আয়ের বড় উৎস, তেমনই বিপদ সংকুল। আজ পর্যন্ত কত মৌলে বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন তার হিসেব হয়তো কেউ রাখে না। তবুও তাঁরা থামেন না। কারণ এই মধুই তাঁদের জীবনের আশার আলো।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিটি ঋতুতে সংগ্রামের চেহারা আলাদা আলাদা। গ্রীষ্মে জল কমলে শুরু হয় মাছ ধরা, বর্ষায় জোয়ারের টানে দূরে দূরে ভেসে যায় নৌকা এবং শীতে কাঁকড়া ধরার মরসুমে জঙ্গলের গভীরে হারিয়ে যায় বহু পরিবার। বিকল্প কর্মসংস্থান না থাকায় জঙ্গলেই চলে সুন্দরবনের মানুষের জীবনযুদ্ধ। জঙ্গলই তাঁদের একমাত্র ভরসা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarbans: সুন্দরবনেই লুকিয়ে আয়ের চাবিকাঠি! বছরের পর বছর ধরে উপার্জন করছেন হাজার হাজার মানুষ, জানুন কীভাবে
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement