Tribal Festival : আলপনায় মুড়ে ফেলা হয়েছে গ্রাম, গমগম করছে মাদলের শব্দে! সঙ্গে আদিবাসী রমণীদের তাক লাগানো নাচ, কোথায় হল?

Last Updated:

Tribal Festival : জঙ্গলমহলের গ্রামে আদিবাসী সহরায় উৎসবের উচ্ছ্বাস দেখা গেল। আদিবাসী নাচের তালে মাদল বাজালেন সকলে। রানিবাঁধ ব্লকের চালথা গ্রামে হল উৎসব।

+
আদিবাসী

আদিবাসী নাচ

রানিবাঁধ, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: জঙ্গলমহলের গ্রামে আদিবাসী সহরায় উৎসবের উচ্ছ্বাস দেখা গেল। আদিবাসী নাচের তালে মাদল বাজালেন সকলে। রানিবাঁধ ব্লকের চালথা গ্রামে মঙ্গলবার রাতে আলো আর আনন্দে মেতে উঠল আদিবাসী সহরায় উৎসব। চারদিক জুড়ে ধামসা-মাদলের তালে গমগম করছে গ্রাম, রঙে-আলোয় সেজে উঠেছে প্রতিটি আঙিনা।
সকাল থেকেই গ্রামজুড়ে উৎসবের আমেজ। রাতে আশপাশের বহু গ্রামের আদিবাসী মানুষজন জড়ো হয়েছিলেন একসঙ্গে আনন্দ ভাগ করে নিতে। ধামসা-মাদলের তালে তালে চলল ঐতিহ্যবাহী সহরায় নৃত্য, উচ্ছ্বাসে ভরল গোটা গ্রাম। গ্রামের সকল মানুষ আনন্দের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন। এদিন আদিবাসী বাদ্যযন্ত্র মাদল হাতে তুলে নেন অনেকেই। বাজানো মাদলের তালে মুহূর্তে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ।
advertisement
advertisement
উচ্ছ্বাসে ভরে যায় উপস্থিত মানুষের হৃদয়। আনন্দে ভেসে যান গ্রামবাসীরা। সমাজসেবী বিদ্যুৎ দাস বলেন, চালথা গ্রাম আদিবাসী সংস্কৃতির এক জীবন্ত চিত্র। জঙ্গলমহলের এই সহরায় উৎসব আসলে মানুষের মিলনমেলা। প্রতিবছর এই কমিটি উৎসব আয়োজন করে। ওঁনাদের সঙ্গে কিছু সময় কাটিয়ে আনন্দ ভাগ করে নি। আদিবাসীদের সংস্কৃতি সত্যিই অসাধারণ, কাছ থেকে না দেখলে বোঝা যায় না। আজও এই গ্রামের মানুষদের ভালবাসায় আপ্লুত আমি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দারা বলেন, সহরায় পরবে আমাদের আত্মীয়স্বজনরা সবাই একত্রে মিলিত হই, নাচি, গান গাই। এটাই আমাদের বড় উৎসব। অন্যান্য মানুষ আমাদের গ্রামে এলে মনে হয় আপন কেউ এসেছে। সহরায় পরবের দিনে ধামসা-মাদলের তালে আর আন্তরিক হাসিতে এদিন উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়েছিল চালথা গ্রাম। ‌
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tribal Festival : আলপনায় মুড়ে ফেলা হয়েছে গ্রাম, গমগম করছে মাদলের শব্দে! সঙ্গে আদিবাসী রমণীদের তাক লাগানো নাচ, কোথায় হল?
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement