আরও পড়ুন: চলন্ত গরুর গাড়িতে গগনচুম্বীতে ঝুলে চরকি পাক খায় গাজন ভক্তরা , জানেন কোন গ্ৰামে
উল্লেখ্য, এর আগে নদিয়া জেলার কল্যাণী এলাকায় একটি বাজি তৈরির কারখানায় হঠাৎই বিস্ফোরণের কারণে উড়ে যায় সম্পূর্ণ কারখানাটি। মৃত্যু হয় বেশ কিছু কারখানার শ্রমিকের। এরপরেই প্রশাসন নড়েচড়ে বসে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে দ্বিতীয় বার না ঘটে সেই কারণে লোকালয়ে বাজি তৈরির কারখানা গুলিতে থানা দেয় পুলিশ।
advertisement
আরও পড়ুন: ভারত-পাক সংঘাতের আবহে বন্ধ হয়েছে রফতানি! সমস্যায় পূর্ব বর্ধমানের লিচু চাষিরা
যে সমস্ত অবৈধ বাজি তৈরির কারখানা গুলি রয়েছে সেগুলির বিরুদ্ধে করা পদক্ষেপ নেয় তারা। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারওপ্রশাসনের চোখের ধুলো দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীরা জেলার বেশ কিছু জায়গায়শুরু করে দিয়েছেন এই বেআইনি বাজি তৈরিরকারবার। আর গোপন সূত্রে পুলিশ খবর পেয়েই তাদেরই একজনকে দিন বাজি সমেত হাতেনাতে পাকড়াও করে গাংনাপুর থানার পুলিশ।






