East Bardhaman News: ভারত-পাক সংঘাতের আবহে বন্ধ হয়েছে রফতানি! সমস্যায় পূর্ব বর্ধমানের লিচু চাষিরা 

Last Updated:

যুদ্ধের আবহে লিচু পাড়ি দিচ্ছে না বিদেশে! সেই কারণেই এবার সমস্যায় পড়েছেন পূর্ব বর্ধমানের লিচু চাষিরা।

+
লিচু 

লিচু 

বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: ভারত-পাক সংঘাতের আবহে লিচু পাড়ি দিচ্ছে না বিদেশে! সেই কারণেই এবার সমস্যায় পড়েছেন পূর্ব বর্ধমানের লিচু চাষিরা। লিচু বাগান লিজ নিয়ে রীতিমত এবার হিমশিম খেতে হচ্ছে চাষিদের। এইধরনের সমস্যার সম্মুখীন হয়ে কার্যত হতাশ হয়ে পড়েছেন জেলার একাধিক লিচু চাষি। হাজার হাজার টাকা খরচ করে লিচু বাগান লিজ নিতে হয়েছিল চাষিদের। অন্যদিকে বাগান লিজ নেওয়ার পরেও প্রত্যেকটা গাছের পিছনেও তাদের আবার আরও বেশ কিছু করে টাকা খরচ করতে হয়েছে।
কিন্তু এত টাকা খরচ করার পরে এবার আশাভঙ্গ হয়েছে চাষিদের। লাভ হবে কিনা সেই নিয়ে আশঙ্কায় রয়েছেন চাষিরা। এই প্রসঙ্গে লিচু চাষি হাসান শেখ জানিয়েছেন, “দুবাই, কাতার, আরব সহ বিভিন্ন দেশে এজেন্টের মারফত এই লিচু যেত। কিন্ত যুদ্ধ আবহের জন্য এক্সপোর্ট বন্ধ রয়েছে। আমাদের পরিস্থিতি খুব খারাপ, ফলনও ভালো হয়নি।”
advertisement
advertisement
রাজ্যের মধ্যে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর একটা আলাদা সুনাম রয়েছে। এই পূর্বস্থলী এলাকাজুড়ে চাষ হয় বিভিন্ন ধরনের সবজি। এছাড়া ফুলের চারার জন্যও এই জায়গার এক আলাদা খ্যাতি রয়েছে। কিন্তু সবজি,ফুল ছাড়াও এখানে আম, লিচুর মত ফলও চাষ হয়। সেরকমই লিচু চাষ করে থাকেন অনেকেই। তবে এবার লিচু চাষ করে তাদের সমস্যায় পড়তে হয়েছে। একদিকে যুদ্ধ আবহের পরিস্থিতি এবং অন্যদিকে ফলনও হয়েছে তুলনামূলক কম। পাইকারদার সেভাবে দেখা মিলছে না লিচু কেনার জন্য।
advertisement
অন্যান্য বার এতদিনে লিচু পৌঁছে যেত বিদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু এবছর তার ব্যতিক্রম দেখা গেল। যেটুকু ফল এখন পাওয়া যাচ্ছে তা স্থানীয় বাজারে বিক্রি করে দিতে হচ্ছে চাষিদের। বাগান লিজ নিয়ে কার্যত লোকসানের মুখে পড়েছেন পূর্বস্থলীর ফলেয়া, সিমলা সহ বিস্তীর্ণ এলাকার লিচু বাগানের লিচু চাষিরা। কিভাবে যে এই সমস্যার সমাধান হবে সেই নিয়েই বর্তমানে চিন্তায় রয়েছেন একাকার অনেকেই।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: ভারত-পাক সংঘাতের আবহে বন্ধ হয়েছে রফতানি! সমস্যায় পূর্ব বর্ধমানের লিচু চাষিরা 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement