Purulia News: চলন্ত ভোক্তার গগনচুম্বী গাজন , পুরুলিয়া এই গ্ৰামে!

Last Updated:

এক অভিনব গাজন উৎসব পুরুলিয়ার কুচিয়া গ্রামে ‌, কেন বিখ্যাত এই গাজন জানেন!

+
কুচিয়ার

কুচিয়ার বিখ্যাত গাজন

শর্মিষ্ঠা ব্যানার্জি, পুরুলিয়া : বাংলার বিভিন্ন গ্রামাঞ্চলের লোকসংস্কৃতির বিশেষ একটি অঙ্গ শিবের গাজন। পুরুলিয়ার বিভিন্ন গ্রামে গ্রামে গাজন হতে দেখা যায়। ‌ তবে বান্দোয়ান থানার কুচিয়া গ্রামে গাজন পরবে একেবারেই নজরকাড়া। তাই এই গাজন দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমান কুচিয়া গ্রামে।‌
গাজন হাজারো গ্রামে হয়ে থাকলেও। কুচিয়ার গাজনের বিশেষত্ব হলো চলন্ত গরুর গাড়িতে গগনচুম্বীতে ঝুলে চরকি পাক খায় গাজনের ভক্তারা। দক্ষিণবঙ্গের অন্যান্য কোনও গ্রামে এই ধরনের গাজন হতে দেখা যায় না যা এই কুচিয়া গ্রামে দেখা যায়। গাজন উপলক্ষে এখানে বসে মেলা। সামাজিক বৈষম্য থেকে মুক্ত, সমাজের সর্বস্তরের মানুষের মিলন হয়ে ওঠে এই এলাকা।
advertisement
advertisement
এ বিষয়ে এলাকার বাসিন্দা মন্টু সিং বলেন , তিনদিন ব্যাপী তাদের গ্রামে এই গাজন উৎসব হয়। তাদের গ্রামের গাজন উৎসবের মূল আকর্ষণ চলন্ত ভোক্তা। যা পুরুলিয়া জেলাতে শুধুমাত্র এই গ্রামেই হয়ে থাকে। আর এই দৃশ্য দেখতে বহু মানুষ ভিড় জমান। এমনকি ভিন জেলা থেকে ভক্ত সমাগম হয় এখানে।
advertisement
গাজন উৎসবের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের মেলাও অনুষ্ঠিত হয়। এই মেলায় বিভিন্ন ধরনের খাদ্য, বস্ত্র, এবং অন্যান্য জিনিস বিক্রি করা হয়। তিন দিনব্যাপী একেবারেই উৎসবের চেহারা নেয় বান্দোয়ান থানার কুচিয়া গ্রাম।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: চলন্ত ভোক্তার গগনচুম্বী গাজন , পুরুলিয়া এই গ্ৰামে!
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement