বিভিন্ন স্কুল একাধিক ভিন্ন ধারার অনুষ্ঠানের আয়োজন করছে। কোনও স্কুলে অনুষ্ঠিত হচ্ছে ছবি আঁকা প্রতিযোগিতা। কোথাও আবার হাতের কাজের প্রদর্শনী, তবে গ্রামীণ হাওড়ার শ্যামপুরে কয়েক বছর ধরে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে খাদ্য মেলা। সেই মর্মে শীতের মরশুমে পড়ুয়াদের পিকনিক তথা মেলার আনন্দ দিতে আজ শ্যামপুর উত্তর চক্রের অন্তর্গত চাউলিয়া স্পেশাল কেডার প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল খাদ্যমেলা ২০২৫। এদিন অভিভাবকদের সাহায্য তৈরি পকোড়া, ঘুগনি, পাস্তা, চাউমিন, ফুচকা, মোমো, নানা ধরনের পিঠের স্টল। শীতের মিঠে রোদ গায়ে মেখে পিকনিকের মতই খাদ্য মেলার আনন্দে মেতে উঠেছিল গোটা স্কুল। স্কুল মানে লেখাপড়া সেখানে এমন আয়োজন দারুণভাবে সাড়া ফেলেছে ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে। স্কুল কর্তৃপক্ষের দাবি, ছাত্র-ছাত্রীদের এত আনন্দ করতে দেখে তাঁরাও আপ্লুত।
advertisement
আরও পড়ুন: চিনা মাঞ্জার দাপট শেষ বাংলায়! ঘুড়ি ওড়াতে ফের ২০ বছর আগে ফিরে যাচ্ছেন অনেকেই
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছাত্র সপ্তাহ পালনের নির্দেশিকায় খাদ্য মেলা করা যেতে পারে বলে জানান হয়েছিল। সেই দেখেই বিদ্যালয়ের দুই শিক্ষক সিদ্ধান্ত নেই পড়ুয়াদের অভিভাবক ও প্রাক্তন পড়ুয়াদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হবে খাদ্য মেলার। যেমন ভাবনা তেমন কাজ। বিদ্যালয় অনুষ্ঠিত হল খাদ্য মেলা।
রাকেশ মাইতি





