Bankura News: মনের কথা চেপে রেখে নয়! চিঠি লিখে বলছে মেয়েরা, বাঁকুড়ার সরকারি স্কুলে অভিনব উদ্যোগ

Last Updated:
Bankura School: মেয়েরা মনের কথা আর কানে কানে বলবে না। এই বিদ্যালয় মনের কথা বলার জন্য দিচ্ছে বিশেষ চিঠির বক্স। যা নিয়ে খুশি পড়ুয়া থেকে অভিভাবকরা।
1/6
কানে কানে আর নয় মনের কথা, এবার জমা পড়বে দুটি লে্টার বক্সে! একটি ছোট্ট মেয়েদের জন্য অপরটি ছোট ছেলে অভিভাবক অভিভাবিকা এবং বিদ্যালয়ের কর্মচারীদের জন্য। বারবার বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় দৃষ্টান্তমূলক কাজ করে উঠে এসেছে লাইম লাইটে। এবার তাদের নতুন চমক এই দুটি লে্টার বক্স। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
কানে কানে আর নয় মনের কথা, এবার জমা পড়বে দুটি লে্টার বক্সে! একটি ছোট্ট মেয়েদের জন্য অপরটি ছোট ছেলে অভিভাবক অভিভাবিকা এবং বিদ্যালয়ের কর্মচারীদের জন্য। বারবার বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় দৃষ্টান্তমূলক কাজ করে উঠে এসেছে লাইম লাইটে। এবার তাদের নতুন চমক এই দুটি লে্টার বক্স। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
2/6
নিম্ন বুনিয়াদি অর্থাৎ প্রি প্রাইমারি বিদ্যালয়। বাঁকুড়া শহরের এই নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ছোট ছোট শিশুদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তাক লাগান সব কাজ করেছে। বিদ্যালয়ের মধ্যেই রয়েছে মানবতার দেওয়াল, সততা স্টোর। বিদ্যালয়ের মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় নাম প্রেজেন্ট করার মেশিন, চলছে মাশরুম চাষ। তাও আবার শ্রেনীকক্ষের পাশেই। এবার সেই বিদ্যালয়ে লাগান হল দুটি লেটার বক্স।
নিম্ন বুনিয়াদি অর্থাৎ প্রি প্রাইমারি বিদ্যালয়। বাঁকুড়া শহরের এই নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ছোট ছোট শিশুদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তাক লাগান সব কাজ করেছে। বিদ্যালয়ের মধ্যেই রয়েছে মানবতার দেওয়াল, সততা স্টোর। বিদ্যালয়ের মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় নাম প্রেজেন্ট করার মেশিন, চলছে মাশরুম চাষ। তাও আবার শ্রেনীকক্ষের পাশেই। এবার সেই বিদ্যালয়ে লাগান হল দুটি লেটার বক্স।
advertisement
3/6
প্রথমে আসা যাক ছোট্ট মেয়েদের 'কানে কানে' লেটার বক্সের দিকে। এই লেটার বক্সে নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ছাত্রীরা তাদের বিভিন্ন না বলা কথা লিখে জমা করতে পারবে। সেই চিঠিগুলি একমাত্র পড়তে পারবেন শিক্ষিকারা। ইতিমধ্যেই অভিভাবকদের মধ্যে একটি সন্তুষ্টির হাসি দেখা গেছে এই লেটার বক্স বসানোর পর।
প্রথমে আসা যাক ছোট্ট মেয়েদের 'কানে কানে' লেটার বক্সের দিকে। এই লেটার বক্সে নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ছাত্রীরা তাদের বিভিন্ন না বলা কথা লিখে জমা করতে পারবে। সেই চিঠিগুলি একমাত্র পড়তে পারবেন শিক্ষিকারা। ইতিমধ্যেই অভিভাবকদের মধ্যে একটি সন্তুষ্টির হাসি দেখা গেছে এই লেটার বক্স বসানোর পর।
advertisement
4/6
দ্বিতীয় যে লেটার বক্স রয়েছে সেই লেটার বক্সটি, স্কুলের ছাত্রীদের বাদ দিয়ে সকলের জন্য। অর্থাৎ এখানে ছাত্রদের সঙ্গে স্কুলের কর্মচারীদেরও অধিকার রয়েছে, এমনকি অভিভাবক অভিভাবিকারাও ব্যবহার করতে পারবেন এই লেটার বক্স। নিজেদের মন্তব্য কিংবা অভিযোগ থাকলে জমা করতে পারবেন এই লেটার বক্সে।
দ্বিতীয় যে লেটার বক্স রয়েছে সেই লেটার বক্সটি, স্কুলের ছাত্রীদের বাদ দিয়ে সকলের জন্য। অর্থাৎ এখানে ছাত্রদের সঙ্গে স্কুলের কর্মচারীদেরও অধিকার রয়েছে, এমনকি অভিভাবক অভিভাবিকারাও ব্যবহার করতে পারবেন এই লেটার বক্স। নিজেদের মন্তব্য কিংবা অভিযোগ থাকলে জমা করতে পারবেন এই লেটার বক্সে।
advertisement
5/6
বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন দত্ত জানান,
বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন দত্ত জানান, "মেয়েদের অনেক কিছু না বলা থেকে যায় সেগুলি সমাধান করার জন্যই এমন ব্যবস্থা করেছি স্কুলে। আর যে অভিযোগ বাক্সটি রয়েছে সেখানে যে কেউ যা খুশি অভিযোগ করতে পারেন এবং সাজেশন দিতে পারেন।"
advertisement
6/6
এই ধরনের কাজ অন্যান্য সরকারি স্কুলে হলে ছাত্রছাত্রীরা মন খুলে সব কথা বলতে পারবেন সকলকে। ধারণা তৈরি হবে গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে। বাঁকুড়ার এই নিম্ন বুনিয়াদী বিদ্যালয় বারবার এক্সাম্পেল সেট করছে। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
এই ধরনের কাজ অন্যান্য সরকারি স্কুলে হলে ছাত্রছাত্রীরা মন খুলে সব কথা বলতে পারবেন সকলকে। ধারণা তৈরি হবে গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে। বাঁকুড়ার এই নিম্ন বুনিয়াদী বিদ্যালয় বারবার এক্সাম্পেল সেট করছে। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
advertisement
advertisement