Bankura News: মনের কথা চেপে রেখে নয়! চিঠি লিখে বলছে মেয়েরা, বাঁকুড়ার সরকারি স্কুলে অভিনব উদ্যোগ
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura School: মেয়েরা মনের কথা আর কানে কানে বলবে না। এই বিদ্যালয় মনের কথা বলার জন্য দিচ্ছে বিশেষ চিঠির বক্স। যা নিয়ে খুশি পড়ুয়া থেকে অভিভাবকরা।
কানে কানে আর নয় মনের কথা, এবার জমা পড়বে দুটি লে্টার বক্সে! একটি ছোট্ট মেয়েদের জন্য অপরটি ছোট ছেলে অভিভাবক অভিভাবিকা এবং বিদ্যালয়ের কর্মচারীদের জন্য। বারবার বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় দৃষ্টান্তমূলক কাজ করে উঠে এসেছে লাইম লাইটে। এবার তাদের নতুন চমক এই দুটি লে্টার বক্স। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
নিম্ন বুনিয়াদি অর্থাৎ প্রি প্রাইমারি বিদ্যালয়। বাঁকুড়া শহরের এই নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ছোট ছোট শিশুদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তাক লাগান সব কাজ করেছে। বিদ্যালয়ের মধ্যেই রয়েছে মানবতার দেওয়াল, সততা স্টোর। বিদ্যালয়ের মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় নাম প্রেজেন্ট করার মেশিন, চলছে মাশরুম চাষ। তাও আবার শ্রেনীকক্ষের পাশেই। এবার সেই বিদ্যালয়ে লাগান হল দুটি লেটার বক্স।
advertisement
advertisement
advertisement
advertisement
