SIR: এসেছে এসআইআর, ফিরে যাওয়ার পথে গানে গানে চোখ ভেজালেন অন্ধ মেহেদী! হৃদয় ছুঁয়ে গেল আমজনতার
- Published by:Suman Biswas
- local18
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
SIR: বাংলাদেশে ফিরে যাওয়ার অপেক্ষায় থাকা অন্ধ যুবক মেহেদী হাসান আহমেদ গাইছিলেন বিদায়ের গান।
স্বরূপনগর, জুলফিকার মোল্যা: ভারত ছেড়ে বাংলাদেশ ফিরে যাওয়ার পথে অন্ধ যুবকের কণ্ঠে আবেগের সুর। গানেই প্রকাশ পেল দুই দশকের স্মৃতি! মেহেদীর কষ্ট, ভালবাসা আর বিদায়ের ব্যথা। সীমান্তের অস্থায়ী শিবিরে দাঁড়িয়ে চারপাশে হঠাৎ নেমে এল নিস্তব্ধতা। সেই নিরবতা ভেদ করে ভেসে উঠল এক তরুণের কণ্ঠ—করুণ, আবেগময়, হৃদয়স্পর্শী। বাংলাদেশে ফিরে যাওয়ার অপেক্ষায় থাকা অন্ধ যুবক মেহেদী হাসান আহমেদ গাইছিলেন বিদায়ের গান।
যেন নিজের জীবনের দুই দশকের গল্প সুরের আকারে ছড়িয়ে দিলেন বাতাসে। মাত্র তিন বছর বয়সে চোখের চিকিৎসার জন্য সীমান্ত পেরিয়ে এদেশে আসা মেহেদী বড় হয়েছেন হুগলির ডানকুনিতে। এখানকার মানুষ, মঞ্চ, আলো–আঁধারির মাঝেই গড়ে উঠেছে তাঁর শিল্পীসত্ত্বা। অন্ধ হলেও কণ্ঠের জাদুতে বহু অনুষ্ঠানে দর্শকদের মন জয় করেছেন তিনি। তাই ফিরে যাওয়ার মুহূর্তে গানই যেন তাঁর একমাত্র ভাষা হয়ে উঠল।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের বিথারী হাকিমপুর চেকপোস্টে যখন তাকে দেখা যায়, মেহেদীর গাওয়া সুরে স্পষ্ট ছিল ব্যথা আর ভালবাসার মিলন। অস্থায়ী শিবিরের অপেক্ষমান মানুষরাও থেমে গিয়েছিলেন তার কণ্ঠ শুনতে। আইন মেনে দেশে ফেরার সিদ্ধান্তে তিনি অনড় হলেও কণ্ঠের কম্পনে ধরা পড়েছিল বুকের ভেতর চাপা কান্না।
advertisement
তবুও বললেন, “অবৈধভাবে থাকা ঠিক নয়। সরকার সুযোগ দিচ্ছে, তাই ফিরে যাচ্ছি।” তার গলায় ছিল না বিদ্বেষ ছিল শুধু কৃতজ্ঞতা ও স্মৃতির ভার। গান গেয়ে বিদায়ের মুহূর্তকে ধরতে চেয়েছিলেন মেহেদী। কারণ গানই তার শক্তি, পরিচয়, অস্তিত্ব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2025 6:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SIR: এসেছে এসআইআর, ফিরে যাওয়ার পথে গানে গানে চোখ ভেজালেন অন্ধ মেহেদী! হৃদয় ছুঁয়ে গেল আমজনতার

