Murshidabad News: গভীর রাতে পুলিশের হানা, যুবকের কাছে মিলল বিপুল পরিমাণ ফেনসিডিল! হতবাক সুতি
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Murshidabad News: পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম হাকিম সেখ, বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার যদুপুর এলাকায়।
সুতি: সুতি থানার পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার হল। বুধবার গভীর রাতে বিশেষ নাকা চেকিংয়ের সময় ১১৯২ পিস ফেনসিডিলসহ এক যুবককে গ্রেফতার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার পুলিশ।
advertisement
পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম হাকিম সেখ, বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার যদুপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাচারচক্রের সক্রিয় সদস্য হাকিম সেখ সীমান্তবর্তী অঞ্চল থেকে নিষিদ্ধ কফ সিরাপ সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করত।
advertisement
advertisement
এদিন পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, উদ্ধার হওয়া ফেনসিডিলের বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। কীভাবে এত বড় পরিমাণ বেআইনি মাদক এলাকায় ঢুকল, এর সঙ্গে আর কারা জড়িত এবং পিছনে বড় কোনও চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাচার রুট এবং জড়িত অন্যান্য সহযোগীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। বৃহস্পতিবার ধৃতকে আদালতে পেশ করা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় তদন্তকারী অফিসার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2025 5:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: গভীর রাতে পুলিশের হানা, যুবকের কাছে মিলল বিপুল পরিমাণ ফেনসিডিল! হতবাক সুতি

