Bankura News: মানুষের তাড়া খেয়ে তরতরিয়ে অজগর উঠল গাছে! উদ্ধার করতে হিমশিম খেতে হল বাঁকুড়ার বনকর্মীদের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura Python Rescue: আমরা জানতাম 'অ এ অজগর আসছে তেড়ে', কিন্তু বাঁকুড়ায় মানুষ তেড়ে গেল অজগরের দিকে। বিরাট পাইথন প্রথমে ছিল মাঠে, তারপর তাড়া খেয়ে তরতরিয়ে উঠল গাছে।
গঙ্গাজলঘাটি, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: আমরা জানতাম ‘অ এ অজগর আসছে তেড়ে’, কিন্তু বাঁকুড়ায় মানুষ তেড়ে গেল অজগরের দিকে। বিরাট পাইথন প্রথমে ছিল মাঠে, তারপর তাড়া খেয়ে তরতরিয়ে উঠল গাছে। তারপর হই হই কাণ্ড বাঁকুড়ার গ্রামে। অবশেষে আপ্রাণ প্রচেষ্টা করে উদ্ধার করা হয় সাপটিকে।
বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের জামগাড়ী গ্রামে ফের উদ্ধার হল এক বিশালাকার রক পাইথন। গ্রামের সংলগ্ন একটি ফাঁকা মাঠে সাপটিকে প্রথম দেখতে পান এক স্থানীয় বাসিন্দা। তিনি সাপটিকে তাড়ানোর চেষ্টা করলে সেটি দ্রুত পার্শ্ববর্তী একটি বেলগাছে উঠে আশ্রয় নেয়। গ্রামবাসীরা দীর্ঘক্ষণ ধরে নানা উপায়ে সাপটিকে নিচে নামাতে চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ঘটনাটি গঙ্গাজলঘাটি রেঞ্জ অফিসে জানানো হলে বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যথাযথ পদ্ধতিতে সাপটিকে গাছ থেকে নেমে উদ্ধার করেন।
advertisement
advertisement
বন দফতর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া রক পাইথনটির দৈর্ঘ্য প্রায় সাত ফুট এবং ওজন প্রায় ১৪ কিলো ৫০০ গ্রাম। প্রাথমিক পর্যবেক্ষণের জন্য কিছুক্ষণ সাপটিকে রেঞ্জ অফিসে রাখা হয়। পরে বাঁকুড়ার গঙ্গাজলঘাটির গভীর জঙ্গলে এটিকে নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে বলে বন দফতর জানিয়েছে। সাপ উদ্ধারের পুরো ঘটনাটি দেখতে জামগাড়ী গ্রামের অগণিত মানুষ ভিড় জমান। হঠাৎ এই বিশালাকার সাপের দেখা মেলায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শীতকাল পড়ছে। শীতকাল ঢুকলেই সাপ আর দেখা যাবে না। হাইবারনেশন অর্থাৎ শীতঘুমে চলে যাবে সরিসৃপ প্রাণীরা। অজগর সাপ তাদের অন্যতম। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি অঞ্চল অজগর সাপের জন্য একদম উপযুক্ত জায়গা। এই অজগর সাপ গাছে উঠে পাখির বাসা থেকে ডিম পেড়ে খায়। আবার হাঁস,মুরগি এবং গোটা ছাগল গিলে খাওয়ার ক্ষমতা রয়েছে এই সাপের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
November 20, 2025 6:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: মানুষের তাড়া খেয়ে তরতরিয়ে অজগর উঠল গাছে! উদ্ধার করতে হিমশিম খেতে হল বাঁকুড়ার বনকর্মীদের

