Kite Festival: চিনা মাঞ্জার দাপট শেষ বাংলায়! ঘুড়ি ওড়াতে ফের ২০ বছর আগে ফিরে যাচ্ছেন অনেকেই
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
ক্ষতিকর চিনা মাঞ্জা সুতোর পরিবর্তে হাওড়ার এই গ্রামের যুবকরা মেতেছে নিজেদের হাত তৈরি মাঞ্জা সুতোয়
হাওড়া: চিনা নাইলন সুতো নয়, দেড়-দু দশক পিছিয়ে হাতে তৈরি মাঞ্জা সুতোয় ঘুড়ির উৎসব পালনে শুভ, রমিত, দেব! বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের অন্যতম হল পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি মানেই পিঠের উৎসব। সরাই পিঠে, পুলি পিঠে, ভাজা পিঠে, মালপোয়া পাটিসাপটা আর কত কি পিঠে। আর এই পিঠের সঙ্গে ঘুড়ি ওড়ানোর রেওয়াজ বা রীতি রয়েছে বহু জায়গায়। বর্তমান সময়ে ঘুড়ি ওড়ান মানেই চিনা নাইলন মাঞ্জা সুতো। ঘুড়ি উড়াতে এই মাঞ্জা সুতো ব্যবহারের ফলে দারুণভাবে সমস্যায় পড়ছে পশু পাখির দল। এই সুতো দীর্ঘস্থায়ী, গাছে পালায় চিনা মাঞ্জা সুতো আটকে মাসের পর মাস থেকে যাচ্ছে তাতেই বাড়ছে সমস্যা।
দেড়-দু দশক আগে সুতির সুতোয় মাঞ্জা দেওয়ার রেওয়াজ ছিল। তখনকার দিনে, যেমন প্লাস্টিকের ঘুড়ির চল কম ছিল। তেমনই বর্তমান সময়ের মত রেডিমেড মাঞ্জা সুতো কেনার চল ছিল না। ঘুড়ি ওড়ানোর আনন্দ পেতে হলে হাতে মাঞ্জা সুতো আর এই মাঞ্জা সুতো মানেই নিজেদের হাতে তৈরি। মাঞ্জা তৈরি করতে প্রথমে মিহি করে কাঁচ গুড়িয়ে নিতে হবে। এরপর সাবু ইসুবগুল ভিজিয়ে আঁচে ফুঁটিয়ে আঠালো মাঞ্জা তৈরি করে কাঁচ গুঁড়ো মিশিয়ে। এবার আঠা সহ কাঁচের আঠার প্রলেপ দেওয়া হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মাঞ্জা তৈরিতে তখন অনেক বেশি খাটুনি হলেও সুতো মাঞ্জা তৈরিকে কেন্দ্র করে পৌষ পার্বন বা ঘুড়ি ওড়ানোর উৎসব ছিল বেশি আনন্দের। ঘুড়ির উৎসব বেশি আনন্দের ছিল তেমন পরিবেশের পক্ষে ক্ষতির পরিমাণও ছিল কম আর সেই দিক গুরুত্ব রেখে। সে সময়ের মত হাতে তৈরি মাঞ্জা সুতো তৈরিতে ব্যস্ততা দেখা গেল হাওড়ার গঙ্গাধরপুর গ্রামের বেশ কয়েকজন শিশু ও যুবককে। এদিন সকাল থেকে নিজে হাতে মাঞ্জা সুতো তৈরিতে ব্যস্ততা। এ প্রসঙ্গে যুবকরা জানান, এই মাঞ্জার তৈরিতে খাটুনি থাকলেও আনন্দ অনেক বেশি একইসঙ্গে পরিবেশের জন্যও ভাল।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 08, 2025 2:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kite Festival: চিনা মাঞ্জার দাপট শেষ বাংলায়! ঘুড়ি ওড়াতে ফের ২০ বছর আগে ফিরে যাচ্ছেন অনেকেই
