Olive Ridley Sea Turtle : নদীর পাড়ে বিশাল আকৃতির কালচে হলুদ ওটা কী...! সমুদ্রের জীব কেন হাওড়ায়! তোলপাড়
- Reported by:RAKESH MAITY
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Olive Ridley Sea Turtle : নদীর পাড়ে সামুদ্রিক কচ্ছপের দেহ দেখতে মানুষের ঢল হাওড়ায়, প্রায় ৪০ থেকে ৫০ কেজি ওজনের অলিভ রিডলে কচ্ছপ উদ্ধার।
হাওড়া: হাওড়ার নদীর তীরে প্রায় ৪০-৪৫ কেজির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার! বিশাল আকৃতির কচ্ছপের ভিতর দেহ দেখতে ভিড় জমাচ্ছে মানুষ। বাগনান ১ নং ব্লকের অন্তর্গত বাকসীহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর গ্রামে রূপনারায়ণ নদীর তীর থেকে উদ্ধার হল প্রায় ৪৫-৫০ কেজির একটি সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপের দেহ।
সকালে ভাটা চলার সময় গ্রামের যুবকরা দেখেন একটি বিশাল আকৃতির কচ্ছপের দেহ। খবর ছড়াছড়ি হতেই মানুষের ভিড়। সাধারণত সামুদ্রিক কচ্ছপ কম দেখা মেলে, তার উপর আকারে অনেকটা বড় এই কচ্ছপটি। কচ্ছপটি দেখার পর, এলাকার পরিবেশ প্রেমী রাজু কোটাল খবর দেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিককে।
আরও পড়ুনঃ তারাপীঠে পুজো দিতে যাবেন ভাবছেন! হোটেল ভাড়া নিয়ে বিশাল আপডেট, না জানলেই আপনার মিস
কিছুক্ষণের মধ্যেই হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামানিক, সুমন্ত দাস, রঘুনাথ মান্না, ইমন ধাড়া ঘটনাস্থলে পৌঁছন। তারা দেহটি পর্যবেক্ষণ করে দেখেন কোনও আঘাতের চিহ্ন নেই। কয়েকদিন আগে কচ্ছপ টির মৃত্যু হয়েছে বলেই মনে করছেন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই বন বিভাগের কর্মীরা পৌঁছায় কচ্ছপটির দেহ উদ্ধার করে নিয়ে যান ময়না তদন্তের জন্য।
advertisement
advertisement
আরও পড়ুনঃ লেবুর রস শরীরের জন্য ‘অমৃত’! হুড়মুড়িয়ে কমায় কোলেস্টেরল, ওজন! কিন্তু ভুলেও ছোঁবেন না কারা? জানুন
বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক বলেন, “এই ধরনের সামুদ্রিক কচ্ছপ হাওড়া জেলায় দেখা যায় না। মাঝে মাঝে পথ ভুলে এই নদীতে চলে আসে। কয়েক মাস আগে এই এলাকাতেই আমরা প্রায় ৪০ কেজির একটি অলিভ রিডলে কচ্ছপ উদ্ধার করে বন বিভাগের সহযোগিতায় পুণরায় সমুদ্রে ফিরিয়ে দিই। কিন্তু এই কচ্ছপের প্রকৃত মৃত্যুর কারন ময়না তদন্তের পর জানা যাবে।”
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 07, 2025 4:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Olive Ridley Sea Turtle : নদীর পাড়ে বিশাল আকৃতির কালচে হলুদ ওটা কী...! সমুদ্রের জীব কেন হাওড়ায়! তোলপাড়









