Lemon Juice : লেবুর রস শরীরের জন্য 'অমৃত'! হুড়মুড়িয়ে কমায় কোলেস্টেরল, ওজন! কিন্তু ভুলেও ছোঁবেন না কারা? জানুন
- Reported by:Trending Desk
- local18
- Published by:Shubhagata Dey
Last Updated:
Lemon Juice Side Effects : অনায়াসে তুলনা করাই যায় অমৃতের সঙ্গে। তার যেমন এক ফোঁটাই শরীর ঝলমলে করে তোলার জন্য যথেষ্ট, লেবুর রস সম্পর্কেও সে কথাও বলা যায়। সন্দেহ নেই যে লেবুর রসে রয়েছে অনেক উপকারিতা। লেবুর রস শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে।
advertisement
advertisement
*সুতরাং যার মধ্যে রয়েছে এমন অনেক গুণাবলী, তা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মানবেন সবাই। শুধু ওজন কমানো নয়, লেবুর আরও অনেক আশ্চর্যজনক গুণ রয়েছে। যা অনেক কাজে লাগতে পারে। এর জন্য নিয়মিত লেবু খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কিন্তু ঠিক এই জায়গাতেই এসে আমাদের সামান্য হলেও একটা হোঁচট খেতে হয়। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
*লেবুর রস সাধারণত ডিটক্স ডায়েটে অন্তর্ভুক্ত করা হয়, কারণ এটি লিভারের কার্যকারিতা উন্নত করে এবং শরীর থেকে টক্সিন বের করে দেয়। ফুটন্ত গরম জলে লেবুর রস মিশিয়ে খেলে হজমশক্তি ভাল হয়। লেবু আয়রনের শোষণ ক্ষমতা উন্নত করে। লেবুর রসে ভিটামিন সি-এর উপস্থিতি আয়রনের শোষণকে উন্নত করে, যা রক্তাল্পতা থেকে রক্ষা করে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







