TB Diagnosis: যক্ষ্মা রোগ নির্ণয় হবে আরও সহজ, উন্নত প্রযুক্তির মেশিন বসল পাঁশকুড়া হাসপাতালে! একসঙ্গে চার রিপোর্ট
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
East Medinipur TB Diagnosis: পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যক্ষ্মা ইউনিট ও যক্ষ্মা রোগ নির্ণয়কারী উন্নত প্রযুক্তির মেশিন বসানো হল।
পাঁশকুড়া, সৈকত শী: জেলা স্বাস্থ্য বিভাগ পূর্ব মেদিনীপুর জেলায় যক্ষ্মা রোগের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে যক্ষ্মাকে একেবারে নির্মূল করতে জেলা জুড়ে নিক্ষয় মিত্র নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি আরও বেশি করে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তা সত্ত্বেও পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি পকেটে যক্ষ্মা রোগের প্রাদুর্ভাব এখনও রয়েছে। যক্ষ্মা নির্মূলের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার শুরু করা প্রথম জেলায়। জেলার সরকারি হাসপাতালে উন্নত মেশিন স্থাপন করা হল। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যক্ষ্মা ইউনিট ও যক্ষ্মা রোগ নির্ণয়কারী উন্নত প্রযুক্তির মেশিন বসানো হল।
টিবি রোগ নির্ণয়ের ক্ষমতা জোরদার ও উন্নত করার জন্য পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একটি উচ্চমানের কোয়াট্রো ট্রুনাট মেশিন স্থাপন করা হল। উন্নত প্রযুক্তির মেশিন হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড এর সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান অ্যাডপারমা সিএসআর ফান্ড থেকে সরকারি হাসপাতালে বসানো হয়। এই চার চেম্বার ট্রুনাট মেশিনটিতে একসঙ্গে চারজনের থুতুর নমুনা পরীক্ষা করার সুবিধা রয়েছে। ফলে টিবি রোগ নির্ণয়ে এই উন্নত মেশিন আরও দ্রুত কাজ করতে পারবে। এই মেশিন সরকারি হাসপাতালে টিবি ব্যাকটেরিয়ার ওষুধ-প্রতিরোধী ধরণ সনাক্তকরণ, বিশ্লেষণ এবং সঠিক সনাক্তকরণের জন্য ব্যবহৃত হবে। ফলে আরও বেশি মানুষ বিনামূল্যে টিবি রোগ পরীক্ষা করতে পারবেন।
advertisement
আরও পড়ুন : সবচেয়ে বেশি কুমির কোথায় আছে, চিহ্নিত হবে ‘হটস্পট’! ডিসেম্বরেই সুন্দরবনে শুরু গণনার কাজ
পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে এই উন্নত প্রযুক্তির মেশিন ও টিবি ইউনিটের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ইউনিস রিশিন ইসমাইল। তিনি জানান, রাজ্যজুড়ে যক্ষ্মা রোগমুক্ত প্রোগ্রাম চলছে। পূর্ব মেদিনীপুর জেলা যক্ষ্মামুক্ত প্রোগ্রামে রাজ্যের প্রথম সারিতে রয়েছে। এতদিন পর্যন্ত যেসব মেশিনে যক্ষা রোগ নির্ণয় হত, সেসব মেশিনের তুলনায় ট্রুনাট মেশিন আরও দ্রুত যক্ষ্মা রোগ নির্ণয় করতে পারবে। ফলে দ্রুতই যক্ষ্মা রোগী ধরা পড়বে এবং তার ট্রিটমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে যাবে। জেলা জুড়ে এই যক্ষ্মা রোগ মুক্ত প্রোগ্রাম আরও সাফল্য পাবে এই মেশিনের জন্য। এই মেশিনটি একটি সংস্থার সিএসআর ফান্ড থেকে হাসপাতালে প্রতিস্থাপন হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খুব সহজেই অত্যাধুনিক মেশিন দ্বারা টিবি শনাক্তকরণ করা যাবে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এই টিবি ইউনিট ও উন্নতমানের যক্ষ্মা রোগ নির্ণয়কারী মেশিন উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, তমলুকের মহকুমা শাসক এবং সুপার স্পেশালিটি হাসপাতালে সুপারসহ অন্যান্যরা। এই উদ্যোগ টিবি নির্মূলের দিকে ভারতের যাত্রাকে উল্লেখযোগ্যভাবে সমর্থন করে এবং জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচিকে শক্তিশালী করে তুলল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
November 20, 2025 6:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TB Diagnosis: যক্ষ্মা রোগ নির্ণয় হবে আরও সহজ, উন্নত প্রযুক্তির মেশিন বসল পাঁশকুড়া হাসপাতালে! একসঙ্গে চার রিপোর্ট
