Nadia News: নদিয়া থেকে পূর্ব বর্ধমান যাওয়া আরও সহজ! এবার পায়ে হেঁটেই এক জেলা থেকে আরেক জেলা, চালু হচ্ছে নয়া সাঁকো

Last Updated:

Nadia News: প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই বাঁশের সাঁকো সাময়িক হলেও দুই জেলার সংযোগ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। গৌরাঙ্গ সেতু পুনরায় চালু না হওয়া পর্যন্ত দুই পাড়ের হাজারও মানুষকে দৈনন্দিন যাতায়াত ও প্রয়োজন মেটানোর জন্য এই সাঁকোর উপরেই নির্ভর করতে হবে।

+
নদীর

নদীর দুই পাড়ের মধ্যে বাঁশের সাঁকো

নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথঃ বন্ধ হয়েছে গৌরাঙ্গ সেতু। ফলে নদিয়া ও পূর্ব বর্ধমানের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত। পণ্য পরিবহন থেকে সাধারণ যাত্রী যাতায়াত, সব ক্ষেত্রেই তৈরি হয়েছে ভোগান্তির পরিবেশ। সেতু বন্ধ থাকায় নদীর দুই পাড়ের মানুষ বাধ্য হয়ে জলপথে নৌকায় যাতায়াত করছিলেন। বাস, ট্রাক সহ ভারী যানবাহনও অনেক সময় জলপথেই পারাপারের চেষ্টা করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছিল। এই অবস্থায় সাময়িক সমাধান হিসেবে ছাড়ি গঙ্গার উপর তৈরি করা হয়েছে ৩০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো।
পূর্বস্থলী ও নবদ্বীপ থানার ইদ্রাকপুর গ্রামকে সংযুক্ত করতে এই সাঁকোটি নির্মাণ করা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে এই সাঁকো চালু হবে। এটি চালু হলে নৌকা পারাপারের জন্য যাত্রীদের দীর্ঘ অপেক্ষার অবসান হবে। পায়ে হেঁটে সহজেই নদীর দুই পাড়ে তথা ইদ্রাকপুর বা নবপল্লী ঘাটে পৌঁছে যাওয়া যাবে।
আরও পড়ুনঃ কৃষকদের পাশে রাজ্য সরকার! ধান নষ্ট হওয়ার ক্ষতিপূরণ পেলেন চাষিরা, ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হল মোটা টাকা
পূর্বস্থলী রেল স্টেশন থেকে নবপল্লী ঘাটের দূরত্ব প্রায় ৩০০ মিটার এবং দক্ষিণ রেল ফটক থেকে মাত্র ১০০ মিটার হওয়ায় যাতায়াত তুলনামূলকভাবে সহজ হবে। তবে সাঁকো ব্যবহারের জন্য যাত্রীদের ঘাট মালিককে নির্দিষ্ট ভাড়া দিতে হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সোমবার থেকে এই ঘাটে নৌকা চলাচল আপাতত বন্ধ রাখা হবে। প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই বাঁশের সাঁকো সাময়িক হলেও দুই জেলার সংযোগ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। গৌরাঙ্গ সেতু পুনরায় চালু না হওয়া পর্যন্ত দুই পাড়ের হাজারও মানুষকে দৈনন্দিন যাতায়াত ও প্রয়োজন মেটানোর জন্য এই সাঁকোর উপরেই নির্ভর করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: নদিয়া থেকে পূর্ব বর্ধমান যাওয়া আরও সহজ! এবার পায়ে হেঁটেই এক জেলা থেকে আরেক জেলা, চালু হচ্ছে নয়া সাঁকো
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement