Purulia News: কৃষকদের পাশে রাজ্য সরকার! ধান নষ্ট হওয়ার ক্ষতিপূরণ পেলেন চাষিরা, ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হল মোটা টাকা

Last Updated:

Purulia News: কথা রাখল রাজ্য সরকার। জাইকা প্রকল্পের জলে ক্ষতি হয়ে যাওয়া ধান চাষিদের হাতে আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়া হল। ক্ষতিপূরণের টাকা পেয়ে তাঁরা খুবই খুশি। রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কৃষকেরা।

+
পুরুলিয়ার

পুরুলিয়ার ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দিল সরকার

মানবাজার, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে কৃষিকাজ করেন চাষিরা। সেই ফসলের ক্ষতি হলে মাথায় হাত পড়ে যায় তাঁদের। বেশ কিছুদিন আগে যেমন জাইকা জল প্রকল্পের পাইপের জলে ক্ষতিগ্রস্ত হয়েছিল চাষিদের ধান। সেই কারণে মানবাজার-পুরুলিয়া রাজ্য সড়কে চল্লার মোড়ে বীরসিংডি গ্রামের বাসিন্দারা প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন। সেই ক্ষতিগ্রস্ত চাষিদের আর্থিক ক্ষতিপূরণ দিল রাজ্য সরকার।
মানবাজার এক নম্বর ব্লক অফিসে রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, বিডিও দেবাশীষ ধর, মানবাজার ১ নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা অন্বেষা সামন্ত সহ অন্যান্য আধিকারিকেরা ১২ জন চাষির হাতে ফসলের নির্ধারিত মূল্য ৬৩ হাজার ৫০৪ টাকা ক্ষতিপূরণ তুলে দেন। এছাড়াও মানবাজার ১ নম্বর ব্লক কৃষি অধিকর্তার পক্ষ থেকে চাষিদের রবি শস্য চাষের জন্য বীজ দেওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ জমে যাবে পুরুলিয়া ট্যুর! পর্যটকদের মন মাতাচ্ছে রাস উৎসব ও মেলা, ৭৯ বছরের ঐতিহ্য আজও অটুট
এই বিষয়ে কৃষকেরা বলেন, এই সময় ধান নষ্ট হয়ে যাওয়ায় তাঁরা খুবই সমস্যার মধ্যে পড়েছিলেন। রাগে-ক্ষোভে রাস্তা অবরোধ করেন। প্রশাসন ও জাইকা প্রকল্প আধিকারিকদের কাছে আর্থিক সহযোগিতার দাবি করেছিলেন তাঁরা। সেই দাবি মেনে নিয়ে রাজ্য সরকার তাঁদের ক্ষতিপূরণ দিয়েছে। এতে অনেকটাই উপকার হয়েছে। ক্ষতিপূরণের টাকা পেয়ে তাঁরা খুবই খুশি। রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন চাষিরা। ‌
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাইপ লাইনের জলে চাষিদের কেটে রাখা পাকা ধান নষ্ট হয়ে গিয়েছিল। ‌আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন তাঁরা। এরপর রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময়ই তাঁদের ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছিল। এবার সেই কথা রাখল রাজ্য সরকার। জাইকা প্রকল্পের জলে ক্ষতি হয়ে যাওয়া ধান চাষিদের রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে সহযোগিতা করা হল। এতে খুশি ক্ষতিগ্রস্ত চাষিরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: কৃষকদের পাশে রাজ্য সরকার! ধান নষ্ট হওয়ার ক্ষতিপূরণ পেলেন চাষিরা, ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হল মোটা টাকা
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement