মহেশতলার ১১ নম্বর ওয়ার্ডে বজবজ ট্রাঙ্ক রোডের উপরে মরিস গ্যারাজ নামে একটি গাড়ির ওয়ার্কশপ কাম শো-রুমে আগুন লাগে। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হতে শুরু করেন। ওই ওয়ার্কশপের নিরাপত্তারক্ষীরা প্রথম আগুন দেখতে পেয়ে দমকলকে খবর দেন। মহেশতলা থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। আগুন লাগার খবর পেয়ে প্রচুর সাধারণ মানুষ জড়ো হয়েছিলেন ঘটনাস্থলে। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে তাঁদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।
advertisement
পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। দমকলের প্রচেষ্টায় রাতেই আগুন নিভিয়ে ফেলা হয়। কিন্তু এই শো-রুমটিতে আগুন নেভানোর মতো পর্যাপ্ত ব্যবস্থা ছিল না এমনটাই জানা গিয়েছে। ফলে সবকিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেবে পুলিশ। এই আগুন লাগা নিয়ে দক্ষিণ ২৪ পরগনার বজবজ ফায়ার স্টেশনের ওসি দেবদুলাল মজুমদার জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়েই তাঁরা ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু আগুন নেভানোর পরও শোরুমের কর্মকর্তারা সেখানে সঠিক সময়ে সেখানে যাননি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ। তবে কী কারণে রাতে এই আগুন লাগল তা এখনও নিশ্চিত করা যায়নি। সবকিছু খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ। এই আগুন লাগার ঘটনার জেরে নয়টি গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার সামগ্রী।