Health Services: গর্ভবতী মায়েদের পাশে স্বাস্থ্যকর্মীরা, সরকারি স্বাস্থ্য পরিষেবা কীভাবে পাবেন? কোথায় যোগাযোগ করবেন? জানাচ্ছেন 'তাঁরা'
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Government Health Services: আশা কর্মী ও স্বাস্থ্য সহায়িকারা দরজায় দরজায় গিয়ে বোঝাচ্ছেন - কীভাবে সরকারি স্বাস্থ্য পরিষেবা মিলবে, কোথায় যোগাযোগ করতে হবে এবং তার জন্য কোন কোন নথি প্রয়োজন।
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: গর্ভবতী মায়েদের পাশে সরকারি স্বাস্থ্যকর্মীরা, তবু তথ্যের অভাবে সুযোগ হারাচ্ছেন অনেকে। সরকারি উদ্যোগে এখন স্বাস্থ্য পরিষেবা পৌঁছে গিয়েছে রাজ্যের প্রায় প্রতিটি গ্রাম ও শহরের উপস্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত। গর্ভবতী মহিলা থেকে শুরু করে শিশু ও বৃদ্ধ – সবাই এই পরিষেবার আওতায় পড়েন। তবুও আশ্চর্যের বিষয়, অনেক মানুষ আজও জানেন না ঠিক কীভাবে বা কোন প্রক্রিয়ায় এই সরকারি স্বাস্থ্য পরিষেবা তারা পেতে পারেন।
উপস্বাস্থ্য কেন্দ্র বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা নিয়মিত গ্রামাঞ্চলে গিয়ে জনগণকে সচেতন করার চেষ্টা করছেন। বিশেষত গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে প্রথম পর্যায়ে রেজিস্ট্রেশন, স্বাস্থ্য পরীক্ষা, টিকা, প্রয়োজনীয় ওষুধ ও পুষ্টিকর খাবারের পরামর্শ দেওয়া হয়। সরকারি নিয়ম অনুযায়ী, প্রসবের আগে ও পরে নির্দিষ্ট সময়ে স্বাস্থ্যপরীক্ষা করানোও বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুনঃ পুরুলিয়ার ইতিহাস-ঐতিহ্য আরও কাছ থেকে জানতে চান? একবার হলেও ‘এই’ ঠিকানায় আসুন, প্রাণ জুড়িয়ে যাবে
আশা কর্মী ও স্বাস্থ্য সহায়িকারা দরজায় দরজায় গিয়ে বোঝাচ্ছেন – কীভাবে এই পরিষেবা নেওয়া যায়, কোথায় যোগাযোগ করতে হয় এবং কোন কোন নথি প্রয়োজন। তারা জানাচ্ছেন, সরকারি উদ্যোগে এখন বিনামূল্যে হাসপাতালে যাওয়ার গাড়ির ব্যবস্থাও রয়েছে, যাতে জরুরি অবস্থায় গর্ভবতী মহিলাদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া যায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবুও সমস্যা রয়ে গেছে সচেতনতার অভাবে। অনেকেই জানেন না যে, এই সমস্ত সুবিধা পেতে কোন অর্থ দিতে হয় না। শুধু স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে রেজিস্ট্রেশন করলেই যথাযথ পরিষেবা মেলে। সরকারি স্বাস্থ্য পরিষেবাকে আরও কার্যকর করতে হলে প্রয়োজন সাধারণ মানুষকে সচেতন করে তোলা এবং স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টাকে আরও জোরদার করা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
October 30, 2025 1:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Health Services: গর্ভবতী মায়েদের পাশে স্বাস্থ্যকর্মীরা, সরকারি স্বাস্থ্য পরিষেবা কীভাবে পাবেন? কোথায় যোগাযোগ করবেন? জানাচ্ছেন 'তাঁরা'
