TRENDING:

Jagaddhatri Puja 2025: উকিলবাড়ির ঠাকুরদালানে শামিয়ানা, চ্যাটার্জি পরিবার মাতোয়ারা ৩০০ বছরের প্রাচীন জগদ্ধাত্রী পুজোয়

Last Updated:

Jagaddhatri Puja 2025:হাওড়ার চ্যাটার্জী বাড়িতে ৩০০ বছর আগে হট পুজোর মাধ্যমে জগদ্ধাত্রী পুজোর সূচনা, পুরনো রীতি নিয়ম মেনে পুজো, পরিবার সদস্যদের সঙ্গে গ্রামের কয়েক হাজার মানুষ এই পুজোয় অংশ নেয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: প্রায় ৩০০ বছর আগে ঘট পুজোর মধ্যদিয়ে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল রামপুর চ্যাটার্জি বাড়িতে ! কালীপুজো শেষ হলে চ্যাটার্জি বাড়িতে পুজোর আলো জ্বলে ওঠে। ঐতিহ্যবাহী এই পুজোয়, পরিবার সদস্যদের সঙ্গে উৎসবে মেতে ওঠেন গ্রামের হাজারো মানুষ। দুর্গাপুজোর থেকেও চ্যাটার্জি বাড়ির ৮ থেকে ৮০ বয়সের সদস্যের কাছে এই পুজো বেশি আনন্দের। সারাবছর অপেক্ষা শেষে, কয়েক মাস আগে থেকে পুজোর প্রস্তুতি শুরু হলে মনে খুশির জোয়ার আসে।
advertisement

একসময়ের জমিদারি, হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকের অন্তর্গত রামপুরের চ্যাটার্জী পরিবার। জমিদারি হারালেও পরিবারের নাম ডাক ও ঐতিহ্যয় বিন্দুমাত্র ছেদ পড়েনি। তা লক্ষ করা যায়, এই সাবেক পরিবারের এই পুজোয়। বাংলার ঐতিহ্য বজায় রেখে বিশাল বাড়ির একদিকে রয়েছে মা কালীর মন্দির, চতুর্দিক ঘেরা উঠানের ধানের গোলা। চ্যাটার্জি বাড়িতে প্রবেশ করতে প্রথমে পার হতে হবে সিংহদুয়ার। দুয়ারে প্রবেশ করলেই ঠাকুরদালান, ঠাকুরদালানের ডান পাশে মূল বাড়ির প্রবেশপথ।জমিদারি হারালেও, আজও চ্যাটার্জি বাড়িতে প্রবেশ করলে চোখের সামনে একটি জীবন্ত বাংলার জমিদারি বাড়ির ছবি।

advertisement

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৩০০ বছর আগে চ্যাটার্জি বাড়িতে ঘট পুজোর মাধ্যমে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। তার এক শতাব্দীর পর পরিবারের সদস্য দেবেন্দ্র নাথ গোস্বামী চ্যাটার্জির সময়ে মূর্তি পুজোর প্রতিষ্ঠা বা চল শুরু করেন চ্যাটার্জি বাড়িতে। ১৯২ বছর আগে প্রথম দেবীর মূর্তি পুজোর সূচনা হয়। জন্মাষ্টমীর পর প্রতিমা গড়ার কাজ শুরু হয় চ্যাটার্জি বাড়ির ঠাকুরদালানে। সেই থেকেই পরিবার সদস্যদের মনে পুজোর রঙ লাগে। পুরনো নিয়ম-রীতি মেনে নবমীর দিন সকালে দেবীঘট স্নানের মাধ্যমে পুজো শুরু। পুজো চলে সন্ধ্যা পর্যন্ত। সপ্তমী অষ্টমী এবং নবমীর পুজো এবং কুমারী পুজো অনুষ্ঠিত হয় এক দিনেই, এরপর দশমীতে প্রতিমা বিসর্জন।

advertisement

বর্তমানে চ্যাটার্জি বাড়ির সদস্য সংখ্যা ৫৭ জন। আইনজীবীবাড়ি, বা উকিলবাড়ি নামে এলাকায় সুপরিচিত এই চ্যাটার্জি বাড়ি। বর্তমান দুই পুরুষের অধিকাংশ জন আইনজীবীর পেশায় যুক্ত। দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলেও সারা বছরে, সব থেকে বড় কর্মবিরতি বলতে বাড়ির জগদ্ধাত্রী পুজো। পুজোর দু’এক দিন আগে থেকে আত্মীয়স্বজন এসে হাজির হন বাড়তে। ঠাকুরদালান সাজানো থেকে পুজোর সামগ্রী যোগান দিতে দিন কয়েক আগে থেকেই ব্যস্ত হয়ে পড়েন বাড়ির পুরুষেরা। অন্যদিকে পুজোর নৈবেদ্য সাজান থেকে ভোগ তৈরিতে হাত লাগান বাড়ির বউ ও মেয়েরা।

advertisement

আরও পড়ুন : কিছু খেলেই গ্যাসে পেট ফুলে ঢোল? ঘন ঘন বাতকর্ম? পেটব্যথা? গরম জলে এটা জাস্ট ১ চামচ মিশিয়ে খান! চুপসে যাবে অম্বলের জয়ঢাক

পুজোর দিন কয়েক আগে থেকেই চ্যাটার্জি বাড়িতে হই-হই উৎসবে মাতোয়ারা হয়ে সকলে। জমিদার আমলের নিয়ম মেনে পুজোর আগে গ্রামবাসীকে আমন্ত্রণ জানান হয়। সেই সঙ্গে আত্মীয়-স্বজন মিলে রামপুর চ্যাটার্জী বাড়ির জগদ্ধাত্রী পুজোর নবমীতে কয়েক হাজার মানুষের খাবার আয়োজন হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বেড়ার জালে ছটফট করছে দু'টো হলুদ চোখ! এমন ভয়ানক ঘটনায় এলাকায় আতঙ্ক
আরও দেখুন

এ প্রসঙ্গে পরিবার সদস্য তন্ময় চ্যাটার্জি জানান, ‘‘দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সমস্ত বাঙালির মতই, এই পরিবারের সদস্যরা দুর্গাপুজোর উৎসবে শামিল হয়। তবে পরিবার সদস্যের কাছে অতি আগ্রহ এবং আনন্দের পরিবারের জগদ্ধাত্রী পুজো। পুজোর দিন পরিবার আত্মীয়-স্বজন সকলে এক হওয়া, পুজোয় মেতে ওঠা, কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালনের পাশাপাশি একসঙ্গে খাওয়া-দাওয়া।পুজো শেষ হলেই মনখারাপ, তার পর আবার দিন গোনা শুরু হয় আগামী পুজোর জন্য।’’

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Jagaddhatri Puja 2025: উকিলবাড়ির ঠাকুরদালানে শামিয়ানা, চ্যাটার্জি পরিবার মাতোয়ারা ৩০০ বছরের প্রাচীন জগদ্ধাত্রী পুজোয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল