বাস কন্ডাক্টরদের স্ক্রু ড্রাইভার নিয়ে হাতাহাতি! ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড, তুলকালাম মধ্যমগ্রাম

Last Updated:

জাতীয় সড়কের মাঝে দাঁড়িয়ে দুটি বাস, রেষারেষি বচসা তারপরই ঘটল চরম নৃশংস ঘটনা! মধ্যমগ্রামে মাথায় স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দেওয়ার অভিযোগ

বাস
বাস
মধ্যমগ্রাম, উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: ফিরতি পথে যাত্রীরা অপেক্ষায়, জাতীয় সড়কের উপরই বাস দাঁড় করিয়ে, চলল দুই বাস কর্মীদের মধ্যে হাতাহাতি মারপিট, গুরুতর আহত হলেন বৃদ্ধ কন্ডাকটর।
জানা গিয়েছে, মধ্যমগ্রাম চৌমাথায় দুটি বাসের চালক কন্ডাক্টরের মধ্যে জাতীয় সড়কে বাস দাঁড় করিয়ে এই হাতাহাতি হয়। তারপরেই এক বাসের কন্ডাক‌টরের মাথায় বড় স্ক্রু-ড্রাইভার ঢুকিয়ে দিল আর এক বাসের মালিকের ছেলে। সঙ্গে ছিল ওই বাসের কন্ডাকটরও বলে জানা গিয়েছে। রক্তাক্ত অবস্থায় মধ্যমগ্রামের কর্তব্যরত ট্রাফিক পুলিশ গিয়ে ওই বৃদ্ধ কন্ডাকটরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে মধ্যমগ্রাম থানার হাতে মালিকের ছেলে ও কন্ডাকটরকে তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থানার পুলিশ আটক করে নিয়ে যায় ওই বাসের চালক কন্ডাকটর ও মালিকের ছেলেকে। ঠিক কী হয়েছিল ঘটনা! প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, 79B ও DN18 রুটের দুটি বাসের মধ্যে রেষারেষি ও এক বাস আর এক বাসকে চেপে দেওয়ার অভিযোগে মধ্যমগ্রাম চৌমাথায় এসে 79B কে আটকায় DN18 রুটের বাস। শুরু হয় বচসা, হাতাহাতি। অভিযোগ DN18 র কন্ডাকটর এবং বাস মালিকের ছেলে স্ক্রুড্রাইভার নিয়ে আসে মারতে 79B র বাসের চালক ও কন্ডাকটরকে। চালকের পায়ে স্ক্রু-ড্রাইভার দিয়ে খোঁচা দিলেও বৃদ্ধ কন্ডাকটরের চোখের উপরে কপালে স্ক্রু-ড্রাইভার ঢুকিয়ে দেয় বলে অভিযোগ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়েই সঙ্গে সঙ্গে ছুটে আসে মধ্যমগ্রাম ট্রাফিকের কর্তব্যরত আধিকারিক সহ ট্রাফিক পুলিশ কর্মীরা। স্থানীয় মানুষ সহ যাত্রীরা সেই দৃশ্য দেখে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে DN18 র বাসের কর্মীদের উপর, মারমুখী হয়ে পরে যাত্রীরা। তাদের হাত থেকেও উদ্ধার করে মধ্যমগ্রাম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তদের। পাশাপাশি গুরুতর আহত রক্তাক্ত বৃদ্ধ কন্ডাক্টরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। তবে দীর্ঘদিন ধরেই এই রুটে বাসের রেষারেষির ঘটনা যাত্রীদেরও আতঙ্ক তৈরি করেছে। বিষয়টি নিয়ে প্রশাসন ব্যবস্থা নিক এখন সেই আবেদনই জানানো হচ্ছে যাত্রীদের তরফে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাস কন্ডাক্টরদের স্ক্রু ড্রাইভার নিয়ে হাতাহাতি! ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড, তুলকালাম মধ্যমগ্রাম
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement