Jhargram News: রাস্তায় ঘুরছে দাঁতাল হাতি! খাবারের খোঁজে সাতসকালে রামলালের হানা, ভয়ে কাঁটা এলাকাবাসী

Last Updated:

Jhargram News: এদিন সকালে খাবারের সন্ধানে গ্রামে ঢুকে পড়ে একটি হাতি। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বন দফতরের কর্মীরা।

গ্রামের রাস্তায় ঘুরছে হাতি
গ্রামের রাস্তায় ঘুরছে হাতি
ঝাড়গ্রাম, রাজু সিংঃ সাতসকালে রামলালের হানা! লালগড়ের কলসিভাঙা গ্রামে দাপিয়ে বেরাল দলছুট দাঁতাল হাতি। সকাল সকাল এলাকায় গজরাজকে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়।
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সাম্প্রতিক অতীতে রাজ্যের একাধিক প্রান্তে হাতির হানার খবর সামনে এসেছে। এবার ঘটনাস্থল ঝাড়গ্রাম। এদিন ভোরবেলা খাবারের সন্ধানে কলসিভাঙা গ্রামে ঢুকে পড়ে দলছুট দাঁতাল হাতি রামলাল। সাতসকালে এলাকায় হাতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন।
আরও পড়ুনঃ জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ! ‘মহাভারত’ দেখতে দর্শনার্থীদের ঢল
জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরে লালগড় রেঞ্জার বিভিন্ন জায়গায় হাতির তাণ্ডব লেগেই রয়েছে। এদিন সকালেও খাবারের সন্ধানে গ্রামে ঢুকে পড়ে একটি হাতি। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বন দফতরের কর্মীরা। তাঁরা গিয়ে হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা শুরু করেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, লোকালয়ে হাতি ঢুকে পড়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। সম্প্রতি জলপাইগুড়ির মাটিয়ালি ব্লকের উত্তর ধুপঝোরা বর্ণবস্তি এলাকায় ধান ক্ষেতে হামলা চালায় দলছুট বুনো হাতি। এবার খাবারের সন্ধানে লালগড়ের কলসিভাঙা এলাকায় দাপিয়ে বেরাল দলছুট দাঁতাল হাতি রামলাল। এই নিয়ে গোটা এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বন দফতরের কর্মীরা। তাঁরা হাতিটিকে ফের জঙ্গলে ফেরানোর চেষ্টা শুরু করেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: রাস্তায় ঘুরছে দাঁতাল হাতি! খাবারের খোঁজে সাতসকালে রামলালের হানা, ভয়ে কাঁটা এলাকাবাসী
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement