Job News: বীরভূমে চাকরির বৃষ্টি! কপাল খুলল ৪৭ চাকরিপ্রার্থীর, ফের হবে নিয়োগ, অঢেল শূন্যপদের ঘোষণা প্রশাসনের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
ডেকে ডেকে চাকরি! ৪৭ জনকে নিয়োগপত্র দিলেন বিদায়ী ডিএম বিধান রায়। এখানেই শেষ নয়, আরও নিয়োগ হবে বলেও জানালেন তিনি
advertisement
1/5

ডেউচা-পাঁচামি কয়লাখনি প্রকল্পে জমিদাতাদের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিল জেলা প্রশাসন। বিদায়ী জেলা শাসক বিধান রায়ের নেতৃত্বে এই মানবিক প্রকল্পে নতুন করে চাকরি পেলেন ৪৭ জন। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার জেলা প্রশাসন ভবনের কনফারেন্স হলে ৪৭ জন চাকরিপ্রার্থীকে গ্রুপ ডি পদে নিয়োগপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে ছিলেন এসআরডিএ-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, জেলাশাসক বিধান রায়-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। বিধান রায় জানান, এখন পর্যন্ত ২০-২১ লট মিলিয়ে মোট ১৯০০ জনকে জুনিয়র কনস্টেবল ও চতুর্থ শ্রেণির কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
advertisement
3/5
জেলাশাসকের বক্তব্য অনুযায়ী, জেলা কালেক্টরেট, ভূমি দফতর ও পঞ্চায়েত দফতরের শূন্যপদ প্রায় পূর্ণ। বাকি চাকরিপ্রার্থীদের জন্য রাজ্য সরকারকে জানিয়ে ১০৫০টি নতুন শূন্যপদ তৈরির প্রস্তাব পাঠানো হয়েছে। রাজ্য থেকে ছাড়পত্র মিললেই পরবর্তী ধাপে আরও নিয়োগপত্র দেওয়া হবে।
advertisement
4/5
বিধান রায়ের সময়কালেই ডেউচা-পাঁচামি কয়লাখনি প্রকল্পে গতি আসে। বিরোধিতা ও আন্দোলন সত্ত্বেও তিনি প্রশাসনিক কৌশলে পরিস্থিতি সামাল দেন। তাঁর নেতৃত্বে জেলা প্রশাসনের ‘টিম বীরভূম’ একসঙ্গে কাজ করে প্রকল্পে নতুন দিশা আনে।
advertisement
5/5
নিয়োগপত্র বিতরণের শেষে বিদায়ী জেলা শাসক বিধান রায় বলেন, "ডেউচা-পাঁচামি প্রকল্প শুধু খনি নয়, এটি এক মানবিক উদ্যোগ। জমিদাতাদের পরিবারের জীবিকা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।" (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)