Weekend Trip: উত্তরবঙ্গের পাহাড়ে বিপর্যয়, সপ্তাহান্তে কোথায় যাবেন ঘুরতে? চিন্তা ভুলে ঢুঁ মারুন স্বপ্নের মতো সুন্দর নিরিবিলি 'এই' জঙ্গলে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
উত্তরবঙ্গে বিপর্যয়, যে বিপর্যয়ে ক্ষতির মুখে কত যে মানুষ, তা বলে বোঝানো খুব কষ্টকর। ইতিমধ্যেই প্রাণ গিয়ে অনেকের, ক্ষতির মুখে পশু-পাখিরাও।
মালদহ, জিএম মোমিন: উত্তরবঙ্গে বিপর্যয়, যে বিপর্যয়ে ক্ষতির মুখে কত যে মানুষ, তা বলে বোঝানো খুব কষ্টকর। ইতিমধ্যেই প্রাণ গিয়ে অনেকের, ক্ষতির মুখে পশু-পাখিরাও। এমন পরিস্থিতিতে উত্তরবঙ্গের পাহাড় ঘুরতে যাওয়া অনেকটাই ঝুঁকি, এমনকি অনেকে সাহসও করছেন না। তবে সপ্তাহান্তে ঘুরতেও যেতে হবে! তাহলে যাবেন কোথায়? উত্তরবঙ্গ বিপর্যয়ের মাঝেই আমরা এবার সপ্তাহান্তে ঘুরতে যাওয়ার এক মনোরম ঠিকানা নিয়ে হাজির।
পরিযায়ী পাখি থেকে চিতল হরিণ, ছুটি কাটানোর অন্যতম ঠিকানা মালদহের এক জঙ্গল। সপ্তাহান্তে ছুটি কাটানোর চিন্তা দূর ঘুরে আসুন মালদহের এই মিনি চিড়িয়াখানায়। জেলার একমাত্র সবুজে ভরা এই জঙ্গলে রয়েছে একাধিক রকম হরিণ থেকে বিদেশি পাখি। রংবেরঙের সুন্দর প্রজাপতি, এশিয়ান ওপেনবিল, প্যারাডাইস ফ্লাই ক্যাচার, প্রিনিয়া, ওরিওল, ফিশ ঈগলের মতো একাধিক পাখিও। প্রায় ১০ হেক্টর এলাকা জুড়ে থাকা এই মিনি জু তথা ডিয়ার পার্কে রয়েছে মনোরম পরিবেশ কাটানোর মতো একাধিক জায়গা। বাচ্চাদের খেলাধুলার জন্য প্লে গ্রাউন্ড, ফুলের বাগান থেকে বসার জায়গা সবুজে ভরা এই জঙ্গলে সারাদিন কাটবে আনন্দে। সারা বছরই পর্যটকদের ভিড় জমে এই ডিয়ার পার্কে, যার নাম আদিনা ডিয়ার পার্ক। তবে পৌষ মাস এবং ইংরাজি নববর্ষের সময় বিশেষ ভিড় লক্ষ্য করা যায় পর্যটকদের।
advertisement
advertisement
মালদহের আদিনা ডিয়ার পার্কে কর্তব্যরত অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ইন্দ্রজিৎ দাস জানান, “এই ডিয়ার পার্ক তথা মিনি চিড়িয়াখানায় সারা বছরই আনাগোনা থাকে পর্যটকদের। রোজ সকাল ৯:০০ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে ডিয়ার পার্ক। তবে বন দফতরের নির্দেশ অনুযায়ী প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে এই ডিয়ার পার্ক। এখানে অনেকগুলো হরিণ, নীলগাই ও বিদেশি পাখি রয়েছে। জেলার পর্যটকদের বিশেষ আকর্ষণের জন্য ইতিমধ্যে আরও অনেক নতুন পশুপাখি আনা হয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহ জেলার পাশাপাশি পার্শ্ববর্তী মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরের পর্যটকদের ব্যাপক ভিড় জমে এই আদিনা ডিয়ার পার্কে। সারা বছরের পাশাপাশি উৎসবের মরশুমে পর্যটকদের বিশেষ ভিড় লক্ষ্য করা যায়। শুধু পর্যটক নয় শিক্ষামূলক ভ্রমণ ক্ষেত্রেও এই ডিয়ার পার্কে ভিড় দেখা দেয় স্কুল ছাত্র-ছাত্রী ও বিশেষ ব্যক্তিদের।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
October 06, 2025 8:56 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: উত্তরবঙ্গের পাহাড়ে বিপর্যয়, সপ্তাহান্তে কোথায় যাবেন ঘুরতে? চিন্তা ভুলে ঢুঁ মারুন স্বপ্নের মতো সুন্দর নিরিবিলি 'এই' জঙ্গলে