TRENDING:

Birbhum News: শীতে শান্তিনিকেতন ভ্রমণ আরও আকর্ষণীয়! বিশ্বভারতীর নন্দন আর্ট গ্যালারিতে অজন্তা গুহাচিত্রের প্রতিলিপি প্রদর্শনী, চলবে ফেব্রুয়ারি পর্যন্ত

Last Updated:

Birbhum News: ১৯৫৭ সালে ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগের তরফে শিল্পী গনেশ হালুই অজন্তার গুহাচিত্রগুলির উপর ট্রেসিং পেপার বসিয়ে প্রতিলিপি তৈরি করেছিলেন। বিশ্বভারতীর কলাভবনের নন্দন আর্ট গ্যালারিতে হচ্ছে তার প্রদর্শনী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সৌভিক রায়: বোলপুর শান্তিনিকেতনের নন্দন আর্ট গ্যালারিতে নতুন সংযোজন। শিল্পী গণেশ হালুইয়ের করা অজন্তার গুহাচিত্রের অসল ট্রেসিং প্রতিলিপি প্রদর্শিত হচ্ছে গ্যালারিতে। যা এক অমূল্য সম্পদ। এই শিল্পকর্মগুলি নিয়ে বিশ্বভারতীর কলাভবনের নন্দন আর্ট গ্যালারিতে শুরু হল প্রদর্শনী। ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী। জানা গিয়েছে, শুধুমাত্র ছুটির দিন ছাড়া প্রতিদিনই সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী দেখতে পারবেন সকলে।
advertisement

বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে, ১৯৫৭ সালে ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগের পক্ষ থেকে শিল্পী গনেশ হালুই প্রাচীন গুহাচিত্রের উপর ট্রেসিং পেপার বসিয়ে প্রতিলিপি তৈরি করেছিলেন। এই রকম মোট ৪৭টি প্রতিলিপি শিল্পী দান করেন বিশ্বভারতীর কলাভবনের প্রাক্তন অধ্যক্ষ দিলীপ মিত্রকে। পরবর্তীতে তিনি সেগুলি দান করেছেন কলাভবনকে। যা এক ঐতিহাসিক দলিল৷ এই সমস্ত অজন্তার গুহাচিত্রের অসল ট্রেসিং প্রতিলিপি দেখতে ইতিমধ্যেই বিশ্বভারতীতে ভিড় জমাতে শুরু করেছেন দেশে-বিদেশের পর্যটকেরা।

advertisement

আরও পড়ুনঃ আইটি সংস্থার উচ্চপদের চাকরি ছেড়ে পরিবেশ বাঁচানোর মন্ত্র জপ! সত্যনারায়ণের কর্মকাণ্ডে অনুপ্রাণিত ডায়মন্ড হারবার

ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যশালী স্থান অজন্তা গুহা। অজন্তা-ইলোরার গুহার দেওয়াল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের বর্ণপরিচয়। অতীতে শিল্পীরা আদরে আর শ্রমে এবং তাদের নিজস্ব চিন্তাধারায় সেখানে এঁকে রেখেছেন শিল্পের সহজ পাঠ। মানুষ যখন কথা বলতে শেখেনি, তখন থেকে শিল্পচর্চা করতেন। তার প্রকৃষ্ট উদাহরণ হল অজন্তা, আলতামিরা, এলিফ্যান্টার, ইলোরা, গুহাচিত্র।

advertisement

View More

আরও পড়ুনঃ দক্ষিণ ২৪ পরগনায় হাতুড়ে ডাক্তারদের বাড়বাড়ন্ত! চিকিৎসার ঠেলায় রোগীদের মৃত্যু, চিন্তা বাড়ছে জেলা স্বাস্থ্য বিভাগের

অজন্তার গুহাচিত্রগুলি যদি কোনও দিন বিনষ্ট হয়, তার জন্য সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছিল ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগ। তাদের আহ্বানে ১৯৫৭ সালে শিল্পী গনেশ হালুই অজন্তায় গিয়ে দিনের পর দিন পরে থেকে গবেষণা করেছিলেন। গুহাচিত্র গুলির উপর ট্রেসিং পেপার রেখে নিঁখুতভাবে সেগুলির প্রতিলিপি করেছিলেন৷

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সবজি বিক্রেতা থেকে হয়ে উঠেছেন অন্নপূর্ণা! বর্ধমানের আগমনী বহু মানুষের অনুপ্রেরণা
আরও দেখুন

এক একটি গুহাচিত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যেমন, ঠিক তেমনই মাপের ট্রেসিং পেপারের উপর রেখা দিয়ে প্রতিলিপি তৈরি করেছিলেন শিল্পী। তিনি এই কাজ শেষ করতে পেরেছিলেন ১৯৬৩ সাল নাগাদ। তাই আপনি যদি এই সময় বোলপুর শান্তিনিকেতনে ভ্রমণের জন্য আসেন তাহেল অবশ্যই এই প্রদর্শনী ঘুরে যেতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: শীতে শান্তিনিকেতন ভ্রমণ আরও আকর্ষণীয়! বিশ্বভারতীর নন্দন আর্ট গ্যালারিতে অজন্তা গুহাচিত্রের প্রতিলিপি প্রদর্শনী, চলবে ফেব্রুয়ারি পর্যন্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল