২১ দিনের মধ্যে বিধায়ক তহবিল থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা ব্যয় করে বড়বাজারে ব্যবসায়ীদের জন্য টিনের শেড করে দিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। এদিন ফিতে কেটে সেই টিনের শেডের উদ্বোধন করেন তিনি নিজে। উপস্থিত ছিলেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত গোস্বামী, পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ, উপ পৌরপতি কৌশিক প্রামাণিক সহ বাজারের সমস্ত ব্যবসায়ীরা বাজার কমিটির সদস্যরা।
advertisement
একইসঙ্গে এদিন কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বিধায়ক বলেন, আমরা ২ কোটি চাকরিও দিতে পারব না আর মানুষের ঘরে ঘরে ১৫ লক্ষ টাকাও পৌঁছতে পারব না! একইসঙ্গে তিনি জানান, আগামীদিনে ব্যবসায়ীরা যে আবেদন রেখেছেন সেক্ষেত্রে ব্যক্তিগত প্রপার্টিতে যদি কোনরকম আইনি জটিলতা না থাকে ও আগামীতে যদি শান্তিপুরের মানুষ আশীর্বাদ করেন তাহলে বিধায়ক হয়ে এই বাজারের উন্নয়ন হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অপরদিকে পৌরপতি জানান, বিধায়ক নিজের প্রতিশ্রুতি মতো টিনের শেড নির্মাণ করে দিয়েছেন। উনি বিধায়কের তহবিল থেকে করেছেন, আমরাও পৌরসভার পক্ষ থেকে বিশেষ বিশেষ কিছু কাজ করব।






