South 24 Parganas News: দক্ষিণ ২৪ পরগনায় হাতুড়ে ডাক্তারদের বাড়বাড়ন্ত! চিকিৎসার ঠেলায় রোগীদের মৃত্যু, চিন্তা বাড়ছে জেলা স্বাস্থ্য বিভাগের
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
South 24 Parganas News: দক্ষিণ ২৪ পরগনায় হাতুড়ে ডাক্তার নিয়ে চিন্তা বাড়ছে জেলা স্বাস্থ্য বিভাগের। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে, হাতুড়ে ডাক্তাররা জ্বরের রোগীদের হাসপাতালে যাওয়ার পরামর্শ না দিয়ে নিজেরাই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। ফলে রোগীর মৃত্যুর ঘটনাও ঘটছে।
আলিপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: দক্ষিণ ২৪ পরগনায় হাতুড়ে ডাক্তার নিয়ে চিন্তা বাড়ছে জেলা স্বাস্থ্য বিভাগের। জেলার বেশ কিছু জায়গায় হাতুড়ে চিকিৎসকেরা জ্বরের রোগীদের হাসপাতালে যাওয়ার পরামর্শ না দিয়ে নিজেরাই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। অনেকক্ষেত্রে রোগীর মৃত্যুর ঘটনাও ঘটছে।
দক্ষিণ ২৪ পরগনা জেলায় সাধারণ জ্বর অথবা সাপে কাটার মতো মারাত্মক ঘটনা ঘটলে অনেকেই হাসপাতালে যাওয়ার আগেই হাতুড়ে ডাক্তারের কাছে ছুটে যান। এই প্রবণতা চলে আসছে দীর্ঘদিন ধরেই। এদিকে এই হাতুড়ে ডাক্তারদের বারবার স্বাস্থ্য দফতর থেকে বলা হয়েছে, জ্বর বা মশাবাহিত কোনও রোগ ধরা পড়লে রোগীকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দিতে হবে।
advertisement
আরও পড়ুনঃ ১৫ দিনে ২২০০ কিলোমিটার! বারুইপুর থেকে আজমীর শরীফ সাইকেলে যাত্রা একদল যুবকের
গত কয়েক মাসে এই হাতুড়ে ডাক্তারদের কাছে চিকিৎসা করিয়ে অবস্থার অবনতি হয় দু’জনের। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই রোগীদের। এছাড়াও এক হাতুড়ে ডাক্তার নিজেই নিজের চিকিৎসা করেও শেষ রক্ষা হয়নি। তাঁরও প্রাণ গিয়েছে।
advertisement
advertisement
জানা যাচ্ছে, যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের শরীরে ডেঙ্গির উপসর্গ ছিল। ওই ডাক্তারদের কাছে গিয়েছিলেন তাঁরা। রোগীদের হাসপাতালে পাঠানোর বদলে দিনের পর দিন হাতুড়ে ডাক্তার চিকিৎসা চালিয়ে গিয়েছেন বলে অভিযোগ। পরে যখন শারীরিক অবস্থা খারাপ হয়েছে, তখন হাসপাতালে ভর্তি করাতে হয়েছে রোগীকে। কিন্তু তখন আর বাঁচানো যায়নি।
আরও পড়ুনঃ লজ্জা নয়, নিমন্ত্রণ! বসিরহাটের ঘোষ বাড়িতে বিনামূল্যে দুপুরের ভাত, অনাহার ঘোচাতে মন ছুঁয়ে যাওয়া উদ্যোগ
এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলার মুখ্য আধিকারিক মুক্তিসাধন মাইতি বলেন, ‘আমরা এই ধরনের ডাক্তারদের বারবার সতর্ক করছি। তবুও অনেক গুরুতর রোগীকে ধরে রাখছেন তাঁরা। আমরা আবারও আবেদন করব, যাতে ওঁরা সব ধরনের রোগীর চিকিৎসা না করে তাঁদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।’
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে, বিষ্ণুপুর ২, ভাঙড় ২ এবং ক্যানিং ২ ব্লক এলাকায় এই মৃত্যুর ঘটনাগুলি ঘটেছে। এই ঘটনার পর সাধারণ মানুষজনকেই সচেতন হতে হবে বলে মনে করছেন চিকিৎসকরা। হাতুড়ে ডাক্তারের কাছে না গিয়ে হাসপাতালে গেলে সমস্যা মিটবে বলে মনে করছেন তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
November 28, 2025 12:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: দক্ষিণ ২৪ পরগনায় হাতুড়ে ডাক্তারদের বাড়বাড়ন্ত! চিকিৎসার ঠেলায় রোগীদের মৃত্যু, চিন্তা বাড়ছে জেলা স্বাস্থ্য বিভাগের

