North 24 Parganas News: লজ্জা নয়, নিমন্ত্রণ! বসিরহাটের ঘোষ বাড়িতে বিনামূল্যে দুপুরের ভাত, অনাহার ঘোচাতে মন ছুঁয়ে যাওয়া উদ্যোগ

Last Updated:
North 24 Parganas News: পথে থাকা ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিতে দারুণ উদ্যোগ নিল বসিরহাট ঘোষবাড়ি। এবার থেকে প্রতিদিন দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত ঘোষবাড়ি ও আশপাশের এলাকায় থাকা দুঃস্থদের বিনামূল্যে দুপুরের খাবার খাওয়ানো হবে।
1/6
এবার বসিরহাটে দুপুরবেলা পথে থাকা ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিতে এক অনন্য সামাজিক দৃষ্টান্ত স্থাপন করল বসিরহাটের জনপ্রিয় স্পট ঘোষবাড়ি। এবার থেকে প্রতিদিন দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত ঘোষবাড়ি, ময়লাখোলা, বোটঘাট, বদরতলা-সহ আশপাশের এলাকায় যে কোনও ক্ষুধার্ত মানুষ বিনামূল্যে দুপুরের খাবার পেতে পারবেন। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা)
এবার বসিরহাটে দুপুরবেলা পথে থাকা ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিতে এক অনন্য সামাজিক দৃষ্টান্ত স্থাপন করল বসিরহাটের জনপ্রিয় স্পট ঘোষ বাড়ি। এবার থেকে প্রতিদিন দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত ঘোষ বাড়ি, ময়লাখোলা, বোটঘাট, বদরতলা-সহ আশপাশের এলাকায় যে কোনও ক্ষুধার্ত মানুষ বিনামূল্যে দুপুরের খাবার পেতে পারবেন। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা)
advertisement
2/6
স্থানীয়ভাবে মানবিক এই উদ্যোগের খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে প্রশংসার ঢেউ। ঘোষবাড়ির উদ্যোক্তারা জানিয়েছেন, সমাজের পাশে থাকার উদ্দেশ্যেই এই পদক্ষেপ - যাতে কোনও মানুষকে খালি পেটে দিন না কাটাতে হয়। খাবার দেওয়ার কোনও শর্ত নেই। যে প্রয়োজন বোধ করবেন, তাকে সাদর আমন্ত্রণ জানানো হবে।
স্থানীয়ভাবে মানবিক এই উদ্যোগের খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে প্রশংসার ঢেউ। ঘোষ বাড়ির উদ্যোক্তারা জানিয়েছেন, সমাজের পাশে থাকার উদ্দেশ্যেই এই পদক্ষেপ - যাতে কোনও মানুষকে খালি পেটে দিন না কাটাতে হয়। খাবার দেওয়ার কোনও শর্ত নেই। যে প্রয়োজন বোধ করবেন, তাকে সাদর আমন্ত্রণ জানানো হবে।
advertisement
3/6
প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘোষ বাড়ির সামনে এবং আশপাশের তিনটি মূল পয়েন্ট - ময়লাখোলা, বোটঘাট ও বদরতলা থেকে খাবার বিতরণ করা হবে। বয়স্ক, শিশু শ্রমিক, পথচলতি মানুষ সকলের জন্যই খোলা এই আয়োজন। শুধু খাবার নয়, বাড়ির সদস্য ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক ব্যবহার মন ছুঁয়ে দিচ্ছে অনেককেই।
প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘোষ বাড়ির সামনে এবং আশপাশের তিনটি মূল পয়েন্ট - ময়লাখোলা, বোটঘাট ও বদরতলা থেকে খাবার বিতরণ করা হবে। বয়স্ক, শিশু শ্রমিক, পথচলতি মানুষ সকলের জন্যই খোলা এই আয়োজন। শুধু খাবার নয়, বাড়ির সদস্য ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক ব্যবহার মন ছুঁয়ে দিচ্ছে অনেককেই।
advertisement
4/6
এলাকার বাসিন্দারা বলছেন, বর্তমান সময়ে এমন উদ্যোগ সমাজকে আরও মানবিক করে তোলে। বহু মানুষ প্রতিদিনের খাবার নিয়ে চিন্তায় থাকেন, তাদের জন্য এই কার্যক্রম যেন আশীর্বাদের মতো। সামাজিক দায়বদ্ধতা পালন করতে এগিয়ে এসে ঘোষ পরিবার অন্যদেরও অনুপ্রাণিত করছে।
এলাকার বাসিন্দারা বলছেন, বর্তমান সময়ে এমন উদ্যোগ সমাজকে আরও মানবিক করে তোলে। বহু মানুষ প্রতিদিনের খাবার নিয়ে চিন্তায় থাকেন, তাদের জন্য এই কার্যক্রম যেন আশীর্বাদের মতো। সামাজিক দায়বদ্ধতা পালন করতে এগিয়ে এসে ঘোষ পরিবার অন্যদেরও অনুপ্রাণিত করছে।
advertisement
5/6
ঘোষ বাড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ খাবার রান্না করা হবে। ভিড় বাড়লে ব্যবস্থা আরও বড় পরিসরে নেওয়ার কথাও ভাবা হচ্ছে। তাঁরা চাইছেন, কোনও মানুষ যেন অভাবে বা লজ্জায় না ফিরে যায়।
ঘোষ বাড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ খাবার রান্না করা হবে। ভিড় বাড়লে ব্যবস্থা আরও বড় পরিসরে নেওয়ার কথাও ভাবা হচ্ছে। তাঁরা চাইছেন, কোনও মানুষ যেন অভাবে বা লজ্জায় না ফিরে যায়।
advertisement
6/6
তাঁদের দাবি, মানবতার এই আহ্বানে সকলকে নিমন্ত্রণ - যাদের দরকার, তারা যেন নির্দ্বিধায় এসে খাবার গ্রহণ করেন। আর যারা পারেন, তারা এমন মানবিক উদ্যোগে পাশে দাঁড়িয়ে সমাজকে আরও উষ্ণ করে তুলুন। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা) 
তাঁদের দাবি, মানবতার এই আহ্বানে সকলকে নিমন্ত্রণ - যাদের দরকার, তারা যেন নির্দ্বিধায় এসে খাবার গ্রহণ করেন। আর যারা পারেন, তারা এমন মানবিক উদ্যোগে পাশে দাঁড়িয়ে সমাজকে আরও উষ্ণ করে তুলুন। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা) 
advertisement
advertisement
advertisement