Save Trees: আইটি সংস্থার উচ্চপদের চাকরি ছেড়ে পরিবেশ বাঁচানোর মন্ত্র জপ! সত্যনারায়ণের কর্মকাণ্ডে অনুপ্রাণিত ডায়মন্ড হারবার
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
South 24 Parganas Save Trees: পুরী থেকে গাছ নিয়ে ডায়মন্ড হারবারে এলেন সত্যনারায়ণ দাস। সেই গাছ বসানো হল ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজ প্রাঙ্গনে। আইটি সংস্থার উচ্চপদের চাকরি ছেড়ে পরিবেশ বাঁচানোর মন্ত্র নিয়েছেন তিনি।
ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ওড়িশার পুরী থেকে গাছ নিয়ে ডায়মন্ড হারবারে এলেন সত্যনারায়ণ দাস। সেই গাছ বসানো হল ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজ প্রাঙ্গনে। সহযোগিতা করলেন কলেজের ছাত্র-ছাত্রীরা।
ডায়মন্ড হারবারকে সবুজে মুড়ে দেওয়ার প্রচেষ্টা নিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই নিরন্তর কাজ করে চলেছেন ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ। ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজের তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরাও সেই লক্ষ্যে কাজ করছেন। কলেজের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বয়সের অনুপাতে পড়ুয়ারা একটি করে গাছ লাগায়।
আরও পড়ুনঃ দক্ষিণ ২৪ পরগনায় হাতুড়ে ডাক্তারদের বাড়বাড়ন্ত! চিকিৎসার ঠেলায় রোগীদের মৃত্যু, চিন্তা বাড়ছে জেলা স্বাস্থ্য বিভাগের
এহেন পরিস্থিতিতে সত্যনারায়ণ ডায়মন্ড হারবারে এসে পৌঁছালে, ফকিরচাঁদ কলেজের ছাত্র-ছাত্রীরা তাঁকে কলেজে নিয়ে আসেন। কলেজের মূল ফটক থেকে কাঁধে ঝুরি ভরা অ্যান্টি-অক্সিডেন্ট বহনকারী তুলসী-সহ বিভিন্ন গাছের চারা নিয়ে তিনি কলেজে প্রবেশ করেন।
advertisement
advertisement
শুধু কলেজ প্রাঙ্গণ নয়, ডায়মন্ড হারবারের নদীর পাড়-সহ আরও একাধিক জায়গায় গাছ লাগাবেন তিনি। জানা গিয়েছে, সত্যনারায়ণ পেশাগতভাবে ছিলেন অটোমোবাইল ইঞ্জিনিয়ার, কিন্তু নেশায় তিনি সোশ্যাল এনভাইরমেন্ট চেঞ্জার। নামী সংস্থার চাকরিজীবী হলেও আসলে এনভাইরমেন্ট অ্যাওয়ারনেস-ই ছিল তার সোশ্যাল অ্যাওয়ারনেস গাইডলাইন্সের মূল ভিত্তি। এই নেশায় নামী সংস্থায় অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চপদস্থ চাকরি ছেড়ে তিনি নেমে পড়েছেন এক নতুন যাত্রায়। দেশের বিভিন্ন প্রান্তে তিনি পৌঁছাচ্ছেন।
advertisement
আরও পড়ুনঃ চা খেলেই গাছ ফ্রি! এক কাপ চা কিনলেই মিলছে আম, কাঁঠাল, শাল, নিমের চারা! পরিবেশ রক্ষায় নজির চা বিক্রেতার
সত্যনারায়ণ বাবুর আন্তরিকতায় মুগ্ধ কলেজের ছাত্র-ছাত্রী থেকে কর্মচারী সকলেই। উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব – দেশের যে প্রান্তেই যেখানেই যাচ্ছেন, সেখানেই মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সবুজের বার্তা। শুধু চারা বিতরণই নয়, তিনি নিজে মাটি কোপাচ্ছেন, চারা লাগাচ্ছেন, আবার সবুজের স্বাচ্ছন্দ ফেরাতে নিজের হাতে গাছে জলও দিচ্ছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সুদূর কলিঙ্গ থেকে বঙ্গে এসে এই গাছ বসানোয় খুশি ফকিরচাঁদ কলেজের ছাত্র-ছাত্রীরাও। এ নিয়ে ফকিরচাঁদ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নৈঋত রায় জানিয়েছেন, এ ঘটনা সকলের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁরাও বৃক্ষরোপণকে প্রাধান্য দিয়ে থাকেন। ফলে সত্যনারায়ণ দাসকে সবরকম সহযোগিতা করেছেন তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
November 28, 2025 12:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Save Trees: আইটি সংস্থার উচ্চপদের চাকরি ছেড়ে পরিবেশ বাঁচানোর মন্ত্র জপ! সত্যনারায়ণের কর্মকাণ্ডে অনুপ্রাণিত ডায়মন্ড হারবার
