নতুন শিক্ষাবর্ষ শুরু হতেই জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে জেলার প্রতিটি থানা এলাকায় স্থানীয় বিদ্যালয়গুলিকে নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রাথমিক স্তরের এই প্রতিযোগিতাগুলি থেকে বাছাই করা সেরা দলগুলিকে নিয়ে পরবর্তীতে অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল। জেলা পুলিশের উদ্যেগে এই ফুটবল টুর্নামেন্ট জার্মান কাপ। জেলা পুলিশের লক্ষ্য কেবল ট্রফি বা পুরস্কার বিতরণ নয়, বরং এই প্রতিযোগিতার মাধ্যমেই খুঁজে বের করা হবে আগামীর প্রতিভাবান ফুটবলারদের।
advertisement
আরও পড়ুন: মাদকমুক্ত অভিযানে লালগোলা পুলিশের বড় সাফল্য, উদ্ধার কোটি কোটি টাকার হেরোইন! গ্রেফতার ১
উল্লেখযোগ্যভাবে, জঙ্গলমহলের মাটি থেকেই উঠে আসা একাধিক ছেলে ও মেয়ে আজ জাতীয় ও রাজ্য স্তরের বিভিন্ন নামী ক্লাবে সুনামের সঙ্গে খেলছেন। সেই ধারাবাহিকতাকে বজায় রাখতে এবং গ্রামগঞ্জের মেধাবী খেলোয়াড়দের সামনে সঠিক প্ল্যাটফর্ম তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানিয়েছে পুলিশ কর্তারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলা পুলিশের বিশ্বাস, সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে এই খুদে খেলোয়াড়রাই একদিন দেশের ফুটবল মানচিত্রে জঙ্গলমহলের নাম উজ্জ্বল করবে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষানুরাগী ও ক্রীড়াপ্রেমীরা। জেলা পুলিশ সুপারের কথায়, “খেলাধুলা যুবসমাজকে শুধু সুস্থ রাখে না, বিপথগামী হওয়া থেকেও রক্ষা করে।” মেদিনীপুরের মাঠে মাঠে এখন তাই বাঁশির আওয়াজ আর গোলের গর্জন—আগামীর ফুটবল তারকাদের খোঁজে।





