সবুজের দেখা পাওয়া রীতিমতো কষ্টসাধ্য। শহর থেকে শহরতলি বহুতলের ভিড়ে ফাঁকা জায়গা কোথায়? দু’কামরার ফ্ল্যাটে বা ছোট বাড়িতে বাগানই হবে কোথায়? তবে কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়। উঠোন না থাক, ছাদ থাকলেও হবে। সেখানেই আপনি তৈরি করে ফেলতে পারবেন একটি ছোট্ট ছাদবাগান। ছাদে বাগান করবেন কিন্তু ভাবছেন কীভাবে তৈরি করবেন এই বাগান? কোথা থেকেই বা পাবেন আপনার ছদকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য বিভিন্ন গাছ?
advertisement
আরও পড়ুন: বাংলাদেশ থেকে ভারতে ঢুকছিল গাদা গাদা জাল নোট! টের পেতেই বিএসএফ-এর কড়া পদক্ষেপ, ভেস্তে গেল সব প্ল্যান
মাত্র পাঁচ হাজার টাকা থেকেই সেজে উঠতে পারে আপনার ছাদ বাগান। থাকবে নানা রকমের ফুলের গাছ থেকে বাহারি গাছ। বর্ধমানের একটি নার্সারিতে মিলছে নানা ফুল গাছ, বাহারি গাছ থেকে শুরু করে ফলের গাছ। পাশাপাশি পেয়ে যাবেন নানা ধরনের বনসাই গাছও, রয়েছে টবে লাগানোর জন্য বিভিন্ন ফলের গাছ, ছাদের মধ্যেই ছোট্ট জলাশয় করে লাগাতে পারবেন পদ্ম গাছ থেকে জলপাই গাছ। আর শুধু গাছে নয় এখানে আপনি পেয়ে যাবেন টব থেকে মাটি ও গাছের বিভিন্ন ওষুধও।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নার্সারির মালিক শাজাহান মির্জা বলেন, “অনেকেই ছাদ বাগান করতে চান কিন্তু বুঝতে পারেন না কীভাবে করবেন। আমাদের সবুজ সাথী নার্সারিতে যোগাযোগ করলে আমরা খুব কম খরচের মধ্যে ছাদবাগান তৈরি করে দেব। আপনি কী ধরনের গাছ নেবেন তার ওপরও নির্ভর করে বাজেট। তবে মোটামুটি ৫০০০ টাকা থেকে শুরু হয় বাজেট। এই নার্সারিতে বিভিন্ন ধরনের বিদেশি ফল, ফুলও পাওয়া যায়। শহরের কোলাহলে এক টুকরো সবুজের খোঁজে থাকা মানুষগুলোর জন্য এটাই সুযোগ। জায়গা বা খরচের আর চিন্তা নেই। এখন মন চাইলেই সেজে উঠতে পারে আপনার ছাদ বাগান।”





