Kidnapping Case: কাজের প্রলোভনে দেখিয়ে অপহরণ, ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, অবশেষে বনগাঁ থানা যা করল

Last Updated:

Crime News:কাজের প্রলোভনে এভাবেই করা হয়েছিল অপহরণ! ১০ লক্ষ টাকার মুক্তিপণ দাবি। অবশেষে বনগাঁ থানার তৎপরতায় কোচবিহার থেকে উদ্ধার হরিদাসপুরের আলমগীর মুন্সি।

উদ্ধার হওয়ার পর বাবা কে ফেরত পেল মেয়ে
উদ্ধার হওয়ার পর বাবা কে ফেরত পেল মেয়ে
উত্তর ২৪ পরগনা, উত্তর নারায়ণ রায়: কাজের প্রলোভনে এভাবেই করা হয়েছিল অপহরণ! ১০ লক্ষ টাকার মুক্তিপণ দাবি। অবশেষে বনগাঁ থানার তৎপরতায় কোচবিহার থেকে উদ্ধার হরিদাসপুরের আলমগীর মুন্সি। জানা গিয়েছে, কাজ পাইয়ে দেওয়ার নাম করে ওই ব্যক্তিকে বাড়ি থেকে নিয়ে গিয়ে অপহরণ ও পড়ে মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগে চাঞ্চল্য ছড়ায় পেট্রাপোল থানার হরিদাসপুর এলাকায়। অভিযোগ, আলমগীর মুন্সিকে প্রথমে শিলিগুড়িতে নিয়ে গিয়ে একাধিক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় এবং পরে বাড়ি ফিরতে চাইলে পরিবারের কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
আরও পড়ুনঃ উইকেন্ডে আরও ঠান্ডা! উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া, কলকাতায় ১৫ ডিগ্রি ছুঁতে পারে পারদ
ঘটনায় অভিযুক্ত বনগাঁর ভিড়ের বাসিন্দা সাদ্দাম মণ্ডল। পরিবারের অভিযোগ, সাদ্দাম আলমগীরকে কাজের প্রলোভন দেখিয়ে প্রথমে শিলিগুড়িতে নিয়ে যায়। সেখানে দুই ব্যক্তি- সুমন বর্মন ও সুজন বর্মনের কাছে রেখে আসে। পরে তাঁরা আলমগীরকে কোচবিহারের বাসিন্দা একরামুল হকের কাছে দিয়ে যান। সেখানে একরামুল মাছের ব্যবসায় আলমগীরকে কাজে লাগায়। অভিযোগ, আলমগীর যখন বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশ করেন, তখনই তাঁর পরিবারের কাছে চাওয়া হয় ১০ লক্ষ টাকা মুক্তিপণ। পরিস্থিতির জেরে আলমগীর বাড়িতে ফোনে বিষয়টি জানালে পরিবার বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে তৎপর হয় বনগাঁ থানার পুলিশ।
advertisement
advertisement
পুলিশ কোচবিহারের একরামুল হকের বাড়িতে অভিযান চালিয়ে আলমগীরকে উদ্ধার করে। এদিন  নিরাপদে তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। যদিও অভিযুক্তরা পলাতক বলেই জানা গিয়েছে পুলিশের তরফে।  ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। অপহৃতের মেয়ে মৌসুমী শেখ বলেন, বাবাকে ফিরে পেয়ে আমরা খুবই খুশি। ভয় ও আতঙ্কে ছিলাম। পুলিশের সহায়তা না পেলে হয়তো বাবাকে পেতাম না। ঘটনায় এভাবে তৎপরতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করায়  পুলিশকে ধন্যবাদ জানিয়েছে আলমগীরের পরিবার।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kidnapping Case: কাজের প্রলোভনে দেখিয়ে অপহরণ, ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, অবশেষে বনগাঁ থানা যা করল
Next Article
advertisement
December 2025 Horoscope: রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?
  • রাশিফল ডিসেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement