Weather Update: উইকেন্ডে আরও ঠান্ডা! উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া, কলকাতায় ১৫ ডিগ্রি ছুঁতে পারে পারদ
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Weather Update: দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় দেতোয়া (DITWAH) উপকূলের কাছাকাছি। সমুদ্র উপকূলেই শক্তি হারাবে ঘূর্ণিঝড়। স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিজ্ঞানীরা। এটি উত্তর দিকে এগিয়ে তামিলনাড়ু পন্ডিচেরি উপকূলের খুব কাছাকাছি চলে এসেছে। ২০ থেকে ৪০ কিলোমিটার ডিসটেন্স রেখে স্থলভাগের পাশাপাশি সমুদ্র অবস্থান করবে।
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় দেতোয়া (DITWAH) উপকূলের কাছাকাছি। সমুদ্র উপকূলেই শক্তি হারাবে ঘূর্ণিঝড়। স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিজ্ঞানীরা। এটি উত্তর দিকে এগিয়ে তামিলনাড়ু পন্ডিচেরি উপকূলের খুব কাছাকাছি চলে এসেছে। ২০ থেকে ৪০ কিলোমিটার ডিসটেন্স রেখে স্থলভাগের পাশাপাশি সমুদ্র অবস্থান করবে। এর সরাসরি কোনও প্রভাব নেই বাংলায়। তবে হাওয়ার গতি পরিবর্তনে তাপমাত্রার তারতম্য শুরু হয়েছে।
advertisement
advertisement
স্বাভাবিক তাপমাত্রার কাছাকাছি থাকবে পারদ। হালকা শীতের আমেজ। সকালে ও রাতে হালকা শীতের অনুভূতি। কলকাতায় ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। পশ্চিমের জেলায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। মঙ্গলবার এর পর ধীরে ধীরে নামবে পারদ। শুক্র শনিবার অর্থাৎ উইকন্ডের দিকে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় ১১/১২ডিগ্রি সেলসিয়াস হয়ে নেমে যেতে পারে পারদ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কলকাতার তাপমান-আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস ওপরে। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.০ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।
