Nadia News: বাংলাদেশ থেকে ভারতে ঢুকছিল গাদা গাদা জাল নোট! টের পেতেই বিএসএফ-এর কড়া পদক্ষেপ, ভেস্তে গেল সব প্ল্যান

Last Updated:

Nadia News: বাংলাদেশ দিক থেকে দুই সন্দেহভাজন পাচারকারী ভারতীয় সীমান্তের দিকে এগোচ্ছিল। তাদের সঙ্গে ভারতের দিকে ঝোপঝাড়ে লুকিয়ে থাকা সহযোগীদের যোগাযোগের চেষ্টা লক্ষ্য করা যায়।

বিএসএফ
বিএসএফ
ঝোরপাড়া, নদিয়া, মৈনাক দেবনাথ: বিএসএফের অভিযানে জাল ভারতীয় মুদ্রা পাচারের চেষ্টা ভেস্তে গেল, উদ্ধার ৩.০৮ লক্ষ টাকার জাল নোট। নদিয়ার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদিন ভোরবেলা ১৯৪-তম ব্যাটালিয়নের জওয়ানরা একটি বিশেষ অভিযানে মোট ৩ লক্ষ ৮ হাজার টাকার জাল ভারতীয় টাকা উদ্ধার করেছে। উদ্ধার হওয়া নোটের সংখ্যা ৬১৬টি সবকটিই ছিল ৫০০ টাকার জাল নোট।
বিএসএফ সূত্রে জানা গেছে, ঝোরপাড়া সীমান্ত ফাঁড়ির জওয়ানরা এদিন সকাল সাড়ে ছটা নাগাদ ইছামতি নদীর ধারে টহলদারি করার সময় কিছু সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করেন। বাংলাদেশ দিক থেকে দুই সন্দেহভাজন পাচারকারী ভারতীয় সীমান্তের দিকে এগোচ্ছিল। তাদের সঙ্গে ভারতের দিকে ঝোপঝাড়ে লুকিয়ে থাকা সহযোগীদের যোগাযোগের চেষ্টা লক্ষ্য করা যায়। সঙ্গে সঙ্গে জওয়ানরা সতর্ক সংকেত দিয়ে ঘটনাস্থলের দিকে দৌড়ে যান।
advertisement
advertisement
জওয়ানদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘন জঙ্গল এবং ইছামতি নদীকে আড়াল হিসেবে ব্যবহার করে বাংলাদেশের দিকে পালিয়ে যায়। পরে এলাকায় তল্লাশি চালিয়ে জওয়ানরা একটি সন্দেহজনক প্যাকেট উদ্ধার করেন। প্যাকেট খুলতেই সামনে আসে বিপুল পরিমাণ জাল মুদ্রা। সব নোটই যে সম্পূর্ণ জাল, তা প্রাথমিক তদন্তেই নিশ্চিত হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিএসএফ জানিয়েছে, উদ্ধার হওয়া জাল নোটগুলি পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্তের জনসংযোগ কর্মকর্তা বলেন, “জাল মুদ্রা পাচার দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকারক। আমরা কোনওভাবেই দেশের ক্ষতিতে এমন কার্যকলাপ হতে দেব না।” বিএসএফের এই সফল অভিযান সীমান্ত অঞ্চলে বাড়তে থাকা জাল নোট চোরাচালানকারী চক্রের বিরুদ্ধে বড় বার্তা বলেই মনে করছে প্রশাসনের একাংশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: বাংলাদেশ থেকে ভারতে ঢুকছিল গাদা গাদা জাল নোট! টের পেতেই বিএসএফ-এর কড়া পদক্ষেপ, ভেস্তে গেল সব প্ল্যান
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement